আসন্ন এশিয়া কাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
এশিয়া কাপকে সামনে রেখে প্রথম দল হিসেবে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে বসছে এশিয়া কাপের আসর, যেখানে পাকিস্তানের নেতৃত্বে থাকছেন সালমান আগা। তবে বিস্ময়করভাবে দলে জায়গা হয়নি পাকিস্তানের দুই অভিজ্ঞ তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের।
টি–টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের আগে পাকিস্তান শারজায় একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সিরিজটি। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তান থাকবে পাকিস্তানের প্রতিপক্ষ হিসেবে। ঘোষিত ১৭ সদস্যের স্কোয়াডকেই এই সিরিজে মাঠে দেখা যাবে। এরপর ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
দলে ফেরার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বল হাতে আলো ছড়ানো শাহিন শাহ আফ্রিদি এবারও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। এছাড়া ব্যাটিং বিভাগে রয়েছেন ফখর জামান, সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহান। অভিজ্ঞ ফাহিম আশরাফ ও অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ আছেন স্কোয়াডে। বোলিং আক্রমণে শাহিনের সঙ্গে থাকছেন হারিস রউফ, হাসান আলী ও সুফিয়ান মুকিম।
এশিয়া কাপে পাকিস্তান পড়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত, ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ফলে ভারত–পাকিস্তান লড়াইয়ের উত্তেজনা আবারও ছড়াবে মরুর বুকে। ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, তরুণদের নিয়ে গড়া এই দল বড় কোনো চমক দেখাতে পারে।
পাকিস্তানের ঘোষিত দল
সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।