পুলিশ কমিশনারের স্বাক্ষরে একসঙ্গে সাত পুলিশ কর্মকর্তার বদলি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) তিন থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ মোট সাতজন পুলিশ কর্মকর্তার একযোগে বদলি করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন।
বদলি আদেশে দেখা যায়, বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ এবং রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলামকে আরএমপি সদর দপ্তরের অফিসার ইনচার্জ (ওআর) হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে চন্দ্রিমা থানার ওসি আবুল কালাম আজাদকে বদলি করে বোয়ালিয়া থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে পদায়নের অপেক্ষায় থাকা আরএমপির পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানকে রাজপাড়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মেহেদী মাসুদকে চন্দ্রিমা থানার নতুন ওসি করা হয়েছে। একই আদেশে বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেনকে বদলি করে এয়ারপোর্ট থানায় পাঠানো হয়েছে। অন্যদিকে পদায়নের অপেক্ষায় থাকা পরিদর্শক নুরে আলম সিদ্দিকীকে বোয়ালিয়া থানার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ব্যাপারে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) গাজিউর রহমান সাংবাদিকদের জানান, বদলিগুলো পুলিশের নিয়মিত রুটিন কার্যক্রমের অংশ। তিনি বলেন, “পুরো ইউনিটকে সুন্দরভাবে পরিচালনার জন্য ইউনিটপ্রধান হিসেবে পুলিশ কমিশনার এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যাকে যেখানে যোগ্য মনে করেন, সেখানে দায়িত্ব দেন। এটিও তেমনই একটি নিয়মিত বদলি।”
রাজশাহীতে পুলিশ কর্মকর্তাদের একযোগে বদলির এ সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন অনেকেই। স্থানীয় সূত্র বলছে, বদলির মাধ্যমে থানার কাজের গতি ও সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।