একনেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ নতুন ১১ প্রকল্প অনুমোদন

একনেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ নতুন ১১ প্রকল্প অনুমোদন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৬১ কোটি টাকার ১১টি প্রকল্প অনুমোদন দিয়েছে। রোববার (১৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন থাকছে ৬ হাজার ৬৭৭ কোটি টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৪২৮ কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৬ কোটি টাকা।

এবারের সভায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, শিল্প, গৃহায়ন, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার ও ক্রীড়াসহ বিভিন্ন খাতের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— শিক্ষা মন্ত্রণালয়ের “রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন” প্রকল্প, স্বাস্থ্য মন্ত্রণালয়ের “সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী ও ফরিদপুর মেডিকেল কলেজে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন (প্রথম সংশোধিত)” প্রকল্প এবং কৃষি মন্ত্রণালয়ের “রংপুর অঞ্চলে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন” প্রকল্প।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনুমোদন পাওয়া প্রকল্প হলো “বাপবিবো’র শিল্পসমৃদ্ধ এলাকায় ৩৩/১১ কেভি আউটডোর উপকেন্দ্র আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন।” শিল্প মন্ত্রণালয়ের অধীনে অনুমোদন পেয়েছে “কেরু অ্যান্ড কোং (বিডি) লিমিটেড বিএমআর (দ্বিতীয় সংশোধিত)” প্রকল্প।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাস্তবায়ন করবে ঢাকার আজিমপুর সরকারি কলোনিতে সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ (জোন-সি) প্রকল্প। একইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাস্তবায়ন করবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুটি বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্প।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে— “Dhaka Environmentally Sustainable Water Supply (তৃতীয় সংশোধিত)” এবং “বান্দরবান পৌরসভা ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন (প্রথম সংশোধিত)।” ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপনের প্রকল্প অনুমোদন পেয়েছে। পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ (দ্বিতীয় পর্যায়, প্রস্তাবিত প্রথম সংশোধিত) প্রকল্প হাতে নেবে।

উল্লেখ্য, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এটি দ্বিতীয় একনেক সভা এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্বকালীন ১৩তম বৈঠক।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ