বায়ুদূষণে শীর্ষে সৌদির রাজধানী, ঢাকার অবস্থান কত তম?

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিশ্বজুড়ে ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে বায়ুদূষণ। প্রতিদিন বাড়ছে শিল্পায়ন, যানবাহনের চাপ ও উন্নয়ন কর্মকাণ্ড, আর তার সঙ্গে পাল্লা দিয়ে খারাপ হচ্ছে শহরের বাতাসের মান। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত সর্বশেষ সূচকে দেখা যায়, সৌদি আরবের রাজধানী রিয়াদ এখন বিশ্বের সবচেয়ে দূষিত শহর।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার তথ্য অনুযায়ী, রিয়াদের একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর দাঁড়িয়েছে ১৮৬। সূচক অনুযায়ী, এটি ‘অস্বাস্থ্যকর’ মাত্রার বায়ুদূষণ। একই সময়ে ১৪৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ১২১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে এবং বাহরাইনের মানামা ১১৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। ব্রাজিলের সাও পাওলোও ১১৫ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে।
অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা কিছুটা উন্নতি করলেও এখনো তালিকায় রয়েছে শীর্ষের দিকে। একই সময়ে ঢাকার একিউআই স্কোর ছিল ৬৯। সূচক অনুযায়ী, এটি ‘মাঝারি’ বা সহনীয় দূষণের পর্যায়ে পড়ে। ফলে আগের মতো ‘অস্বাস্থ্যকর’ তালিকায় না থাকলেও ঢাকার বাতাস এখনো অনেকাংশে ঝুঁকিপূর্ণ।
একিউআই সূচক অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর ভালো ধরা হয়, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের দূষণ শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় পাঁচটি উপাদানের ভিত্তিতে—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাইঅক্সাইড (এনও₂), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাইঅক্সাইড (এসও₂) এবং ওজোন (ও₃)। এসব উপাদান সরাসরি বাতাসের মান এবং মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।
বিশেষজ্ঞরা বলছেন, শিল্পায়ন ও যানবাহনের নিয়ন্ত্রণ, সবুজায়ন বৃদ্ধি এবং টেকসই নগর পরিকল্পনার মাধ্যমে বায়ুদূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। নইলে দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য ও পরিবেশ উভয়ের জন্য বড় ধরনের হুমকি তৈরি হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।