নাটোরে বিরল প্রজাতির নীলগাই উদ্ধার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া এলাকা থেকে বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় একটি নীলগাই উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শেখপাড়ার একটি পেয়ারাবাগান থেকে নীলগাইটি উদ্বার করা হয়।
উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুস সালামের বাড়ির সামনে সেটি রাখা হয়। এ খবর সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়লে নীলগাইটি দেখতে ভিড় জমায় আশপাশের এলাকার বাসিন্দারা।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গাইটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
তিনি বলেন, আমরা রাজশাহী বনবিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আসলে আমরা তাদের হাতে তুলে দেব।
আপনার প্রতিক্রিয়া জানান
❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।