দলীয়, স্বতন্ত্র মিলে ডাকসুর এজিএস পদে বাগছাসেরই ৫ প্রার্থী

দলীয়, স্বতন্ত্র মিলে ডাকসুর এজিএস পদে বাগছাসেরই ৫ প্রার্থী
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকেই ৫ জন প্রার্থী এজিএস পদে নির্বাচন করছেন। তাদের মধ্যে একজন দলীয় মনোনয়ন পেয়েছেন, বাকিরা স্বতন্ত্রভাবে অংশ নিয়েছেন।

সংগঠনটির নেতাকর্মীরা বলছেন, ভিপি পদে আব্দুল কাদের এবং জিএস পদে আবু বাকের মজুমদারের মনোনয়ন নিয়ে কেউ প্রশ্ন তুলেননি। তবে  বাগছাসের শীর্ষস্থানীয় ৫ নেতাই এজিএস নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেন। পরে একজনকে মনোনয়ন দেওয়া হয়।

বাগছাসের কেন্দ্রীয় মুখপাত্র আশরেফা খাতুনকে দলীয় মনোনয়ন দিয়েছে বাগছাস। বাকিরা স্বতন্ত্রভাবে এজিএস প্রার্থী হয়েছেন। বাকি চারজন হলেন, তাহমিদ আল মোদাসসির চৌধুরী, হাসিব আল ইসলাম, আশিকুর রহমান জিম এবং সানজানা আফিফা অদিতি।

নেতারা জানান, এজিএস পদে সবচেয়ে আলোচিত ছিলেন মুখ্য সংগঠক তাহমিদ আল মোদাসসির চৌধুরী। পরে দফায় দফায় কয়েকদিন ধরে বৈঠক বসে সংগটির নীতিনির্ধারকরা। এরপর আশরেফা খাতুনকে মনোনয়ন চূড়ান্ত করা হয়। পরে বাকি প্রার্থীরা স্বতন্ত্র মনোনয়নপত্র জমা দেন।

সংশ্লিষ্টরা বলছেন, একই সংগঠনের ৫ জন একই পদে নির্বাচন করায় বাগছাসের নেতাকর্মীদেরও ভোট ভাগ হয়ে যেতে পারে। এতে এজিএস পদে নিজেদের অবস্থানও দূর্বল হয়ে পড়ছে বলে মনে করেন অনেকেই।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ