রাশিয়ার বিরুদ্ধে দুই সপ্তাহের মধ্যে বড় নিষেধাজ্ঞাঃ ট্রাম্পের হুঁশিয়ারি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাশিয়া–ইউক্রেন যুদ্ধের সমাধানের সম্ভাবনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান আগামী দুই সপ্তাহের মধ্যে তা স্পষ্ট হয়ে যাবে। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে ‘বড় ধরনের নিষেধাজ্ঞা বা শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন তিনি ।
গতকাল শুক্রবার (২২ আগস্ট) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প।
তিনি জানান ইউক্রেনে অবস্থিত একটি মার্কিন কারখানায় সাম্প্রতিক রুশ হামলায় তিনি ক্ষুব্ধ। তিনি বলেন, "আমি এতে মোটেও খুশি নই, ওই যুদ্ধের কোনো বিষয় নিয়েই খুশি নই।"
ট্রাম্প আরো বলেন, "আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা জানতে পারব পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আর সেটা আমাকে খুবই সন্তুষ্ট করতে হবে।"
দুই সপ্তাহ পর কী ঘটবে জানতে চাইলে সাংবাদিকদের ট্রাম্প বলেন, "আমি সিদ্ধান্ত নেব আমরা কী করব-তা হয় বড় নিষেধাজ্ঞা, নাকি বিশাল শুল্ক, অথবা দুটোই। আবার এমনও হতে পারে আমরা কিছুই করব না এবং বলব-এটা তোমাদের লড়াই।"
উল্লেখ্য, ট্রাম্প সম্প্রতি ইউক্রেন যুদ্ধ মীমাংসায় উদ্যোগ নিয়েছেন। তিনি দুই পক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। এর মধ্যে ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক শীর্ষ বৈঠক করেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পুতিনের মধ্যে সরাসরি সাক্ষাতের প্রস্তুতির ঘোষণা দেন।
এর আগে ওয়াশিংটনের ‘দ্য পিপল’স হাউস’ জাদুঘর পরিদর্শনকালে সাংবাদিকদের ট্রাম্প বলেন, "আমরা দেখতে চাই পুতিন ও জেলেনস্কি একসঙ্গে কাজ করতে পারেন কি না। তারা একটু তেল আর ভিনেগারের মতো-ভালোভাবে মেলে না, কারণটা সবারই জানা। তবে আমরা দেখব।"
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।