নতুন ২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল উত্তর কোরিয়া

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
দুটি নতুন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পরীক্ষায় সার্বিকভাবে সফলতা অর্জন করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)।
আজ রবিবার (২৪ আগস্ট) কেসিএনএ জানায়, এই পরীক্ষামূলক উৎক্ষেপণ দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের ব্যক্তিগত তত্ত্বাবধানে পরিচালিত হয়।
কেসিএনএ’র প্রতিবেদন অনুসারে, গতকাল শনিবার, চালানো এই পরীক্ষাটিতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি "চমৎকার যুদ্ধ সক্ষমতা" প্রদর্শন করেছে।
এতে আরো বলা হয়, উৎক্ষেপণ থেকে প্রমাণিত হয়েছে যে ক্ষেপণাস্ত্র দুটির প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য অত্যন্ত কার্যকর।
এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক ঘণ্টা আগেই দক্ষিণ কোরিয়া জানায়, প্রায় ৩০ জন উত্তর কোরীয় সেনা সাময়িকভাবে ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) অতিক্রম করলে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এই ঘটনার পর পিয়ংইয়ং সিউলের বিরুদ্ধে "ইচ্ছাকৃত উসকানির" অভিযোগ তোলে।
এদিকে, আগামীকাল, সোমবার (২৫ আগস্ট) থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একটি বড় ধরনের যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে।
একই দিনে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর মধ্যে একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লি তার নির্বাচনী প্রচারণায় আন্তঃকোরীয় সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তবে এরই মধ্যে কিম জং উনের বোন সিউলের সমঝোতার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।