ডাকসু

ডাকসুতে মাদকমুক্ত নেতৃত্ব নিশ্চিত করতে প্রার্থীদের ডোপ টেস্টের দাবি

ডাকসুতে মাদকমুক্ত নেতৃত্ব নিশ্চিত করতে প্রার্থীদের ডোপ টেস্টের দাবি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট করার দাবি জানিয়েছেন সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী এবি জুবায়ের।

আজ রবিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের সুবিধার জন্য এবি জুবায়ের ডাকসু কেন্দ্রীক কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- 

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীম উদ্দিন হল ও শেখ মুজিব হলের কেন্দ্র ল্যাবরেটরিতে স্থাপন করা; কুয়েত-মৈত্রী হল ও ফজিলাতুন্নেছা মুজিব হলের কেন্দ্র  সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটে স্থাপন; মনোনয়ন সংগ্রহ থেকে শুরু করে এখন পর্যন্ত যেসব প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা; ভোটের জন্য নির্দিষ্ট কোনো আইডি নির্ধারণ করে না দিয়ে বিশ্ববিদ্যালয়ের যেকোনো লিগ্যাল আইডি কার্ড দিয়ে ভোট প্রদানের ব্যবস্থা করা; প্রার্থীদের মূল নামের বাহিরে পরিচিত নিক নেইম ব্যবহার করা; ব্যালট প্যাপারে নাম এবং ব্যালট নম্বরের পাশে ছবি সংযুক্ত করা; প্রার্থী নারী শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তা ও সাইবার বুলিং এর হাত থেকে রক্ষা করা এবং মাদকাসক্ত কোনো নেতৃত্ব যেনো নির্বাচিত হয়ে না আসতে পারে সেজন্য ডোপ টেস্টের ব্যবস্থা করা।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ