ডাকসু
আগেও মজলুম ছিলাম, এখনও আছি: আবিদ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, আমরা আগে মজলুম ছিলাম। ৫ আগস্ট পরবর্তী এই এক বছরেও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আমরা মজলুম আছি।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে ডাকসুর সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এমন মন্তব্য করেন তিনি।
আবিদ বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ চেয়েছিলাম। কিন্তু আমাদের বিরুদ্ধে বারবার প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে।ছাত্ররাজনীতি নিষিদ্ধের নামে আমাদের বারবার বাধা দেওয়া হয়েছে।
আবিদ বলেন, আমরা একমাত্র ছাত্রসংগঠন যাদের জুলাই গণঅভ্যুত্থানে পূর্ণাঙ্গ স্টেক থাকার পরও সেটাকে কাজে লাগিয়ে কোন অনাধিকার চর্চা করিনি। কোন সচিবালয়ে যাইনি, কোন মন্ত্রণালয়ে যাইনি। আমরা আমাদের স্বচ্ছতার প্রাথমিক প্রমাণ দিয়েছি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।