প্রতিবেশীরা টের পাননি, বরিশালে নানার বাড়ী ছিলেন তৌহিদ আফ্রিদি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল নগরের বাংলাবাজার এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে তিনি সস্ত্রীক ওই বাসায় অবস্থান করছিলেন। তবে প্রতিবেশীরা কেউই বুঝতে পারেননি যে তিনি সেখানে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর এলাকায় এ খবর ছড়িয়ে পড়ে।
অভিযানে বরিশাল মহানগর পুলিশের সদস্যরাও সিআইডিকে সহযোগিতা করেন। তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় অভিযোগ রয়েছে। একই মামলার অপর আসামিদের মধ্যে আছেন তার বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, যাকে গত ১৭ আগস্ট রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়।
তৌহিদ আফ্রিদি ইউটিউব ও ফেসবুকে ভ্রমণ ও ভ্লগকেন্দ্রিক কনটেন্ট তৈরি করে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে ৬৩ লাখের বেশি সাবস্ক্রাইবার এবং ভেরিফায়েড ফেসবুক পেজে ৮ লাখের বেশি ফলোয়ার রয়েছে।
অভিযানের সময় উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গ্রেপ্তারের আগে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তৌহিদ আফ্রিদি। তিনি দাবি করেন, বরিশালে এসেছেন দাদার কবর জিয়ারতের জন্য এবং আত্মগোপনে ছিলেন স্ত্রীর নিরাপত্তার কারণে। তার স্ত্রী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।