ডাকসু নির্বাচনে থাকছে তিন স্তরের নিরাপত্তা, স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী

ডাকসু নির্বাচনে থাকছে তিন স্তরের নিরাপত্তা, স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নির্বিঘ্ন করতে নেয়া হবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া প্রবেশমুখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৭ টি পয়েন্টে মোতায়েন থাকবে সেনাবাহিনী। এমনটা জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী।

মংগলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে  ডাকসু ও হল সংসদের প্রার্থীদের সাথে এক আলোচনায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

এসময় তিনি জানান, ভোটের সাত দিন আগে থেকে হলে কোন বহিরাগত থাকতে পারবে না। এছাড়া, বৈধ ভোটার ছাড়া ভোটের দিন ক্যাম্পাসে কেউ থাকতে পারবে না বলে জানানো হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

এসময় আরেক রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম জানান, মুক্তিযুদ্ধ ও চব্বিশের শহিদদের অবমাননা করে কোন প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ