জাকসুতে আচরণবিধি লঙ্ঘন করে ছাত্রদলের দোয়া মাহফিলের আয়োজন

জাকসুতে আচরণবিধি লঙ্ঘন করে ছাত্রদলের দোয়া মাহফিলের আয়োজন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ( জাকসু) নির্বাচন। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে নির্বাচনের আচরণবিধি। আচরণবিধি লঙ্ঘন করেই ক্যাম্পাসের অভ্যন্তরে দোয়া মাহফিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। কিন্তু এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ( জাকসু) নির্বাচন কমিশন গণমাধ্যমকে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রাক্তন জাতীয়তাবাদী শিক্ষার্থী ফোরামের উদ্যোগে সাবেক ছাত্রদল নেতা মরহুম হাবিবুর রহমান কবিরের মাগফেরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অন্যদিকে জাকসু নির্বাচনের আচরণবিধির ৭ নং বিধির ক এবং খ ধারায় নির্বাচনী সভা-সমাবেশ ও মিছিল সংক্রান্ত বিধি-নিষেধ সম্পর্কে বলা আছে- (ক) ক্যাম্পাসে যে কোনো ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে এবং (ঘ) ধারায় বহিরাগতদের সম্পর্কে আলা হয়েছে  "বৈধ ভোটার ও প্রার্থী, বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত অন্য যে কেউ বহিরাগত হিসেবে বিবেচিত হবেন। 

অপরদিকে, গত ১৯ আগস্ট জনসংযোগ অফিসের এক অফিস আদেশে বলা হয়,' জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে ক্যাম্পাসে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আগামী ২০-০৮-২০২৫ থেকে ১৩-০৯-২০২৫ ইং তারিখ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, কর্মসূচি এবং মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। 


আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন,‘এটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কোনো প্রোগ্রাম বা কর্মসূচী ছিল না। আমরা ওখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলাম।’

জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আমাদের (নির্বাচন কমিশন) কাছে কেউ কোনো অনুমতি নেয়নি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে অনুমতি নিয়েছেন। আর সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করে দোয়া মাহফিল করেছেন ; এতে আচরণবিধি লঙ্ঘন হয়নি। এটা দোয়া মাহফিল ছিল; রাজনৈতিক প্রোগ্রাম ছিল না। 

কিন্তু ৭ নং বিধির (ঘ) ধারা অনুসারে 'জাতীয়তাবাদী প্রাক্তন শিক্ষার্থী ফোরাম’র সদস্যরাও বহিরাগত হিসেবে বিবেচিত হবেন। এবং (ক) ধারা অনুসারে রাজনৈতিক অরাজনৈতিক সকল ধরনের সভা -সমাবেশ বন্ধ থাকবে। 

এবিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, তাদের প্রোগ্রামের বিষয়ে আমি অবগত নই, এখন জানলাম। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যদের সঙ্গে এ বিষয়ে কথা বলবো।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ