ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে সেনাবাহিনীর বক্তব্য

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সেনা মোতায়েনে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর দুইটা ত্রিশ মিনিটের দিকে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোষ্টে এ তথ্য জানানো হয়। এ পোষ্টে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েন সংক্রান্ত কিছু সংবাদ প্রচারিত হয়েছে, যা সেনাবাহিনীর নজরে এসেছে। তবে সরকারের পক্ষ থেকে এ নির্বাচনে সেনাবাহিনীকে কোনো ধরনের দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়নি। ভবিষ্যতেও এ ধরনের দায়িত্ব পালনের সুযোগ নেই।
ফেসবুক পেজের পোষ্টে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নির্বাচনগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে সেনাবাহিনী বিশ্বাস করে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী সবার জন্য শুভকামনা জানিয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।