বিএনপি খুশি, হতাশ জামায়াত এনসিপি

বিএনপি খুশি, হতাশ জামায়াত এনসিপি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) ঘোষণা করেছে। এ সংক্রান্ত খবর সবগুলো সংবাদপত্র গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে । পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াও উঠে এসেছে গণমাধ্যমের প্রতিবেদনে।

 এই খবরে বলা হয়েছে, বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি ভোটের রোডম্যাপকে স্বাগত জানিয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছেন, 'আমি তো খুশি। অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসতে মানুষ নির্বাচনটা চাচ্ছে। আমি কতগুলো হিসাব মিলিয়ে দেখি যে নির্বাচন দেয়া ছাড়া কোনো বিকল্প নেই।'

অপরদিকে, জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে অভিহিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের গঠিত এই দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গতকাল এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কার।’

‘নির্বাচনি রোডম্যাপ প্রকাশের আগেই সরকার সংস্কারবিষয়ক পর্যাপ্ত অগ্রগতি অর্জনের রোডম্যাপ প্রকাশ করবে’— এমন প্রত্যাশা এনসিপির ছিল বলে এ সময় উল্লেখ করেন তিনি।

আর জামায়াতে ইসলামী বলেছে, ‘কমিশনের ভোটের রোডম্যাপ গতানুগতিক ও কিছুটা বিভ্রান্তিকর।’

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ