মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ১৭-১৮ জানুয়ারি

মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ১৭-১৮ জানুয়ারি
ছবির ক্যাপশান, মতিঝিল বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

মতিঝিল (কেন্দ্রীয়) সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি দুইদিনব্যাপী প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। আগ্রহীদের দ্রুত রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্রুত নিবন্ধনের আহ্বান জানিয়েছেন মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী সমিতির পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক নাজমূল আবেদিন ফাহিম ও সদস্য সচিব মারুফ বিন আলম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত মতিঝিল বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দুই দিনের এই অনুষ্ঠান মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদানের উক্ত স্কুল বুথে ও অনলাইনে নাম রেজিস্ট্রেশন চলছে।


সম্পর্কিত নিউজ