গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ভাটারাতে বিক্ষোভ ও মশাল মিছিল

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যাকারী খুনি হাসিনা, তার দোসরদের গ্রেফতার এবং বিচারের দাবিতে ও গাজীপুরের শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগের অতর্কিত হামলার প্রতিবাদে, বিক্ষোভ মশাল মিছিল করেছে বাড্ডা -ভাটারা থানার বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
গতকাল ৯ ফেব্রুয়ারী (সোমবার) সন্ধ্যা ৭ ঘটিকায় ভাটারা থানার পাশ থেকে মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। এতে অংশ নেয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সহ আশেপাশের অন্যান্য কলেজের শিক্ষার্থীরা। গাজীপুরে ছাত্রদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি, জুলাই আন্দোলনে হামলায় জড়িত আওয়ামী লীগ-ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে এখনও আইনের আওতায় আনতে না পারায় প্রশাসনের সমালোচনাও করেন তারা।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র প্রতিনিধি মোস্তফা কামাল বলেন, জুলাই আগস্ট এর বিপ্লবে প্রায় ২০০০ এর অধিক ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা স্বৈরাচারের পতন ঘটাতে পারলেও তার দোসররা এখনো দেশের আনাচে কানাচে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারই ফলশ্রুতি গাজীপুরে হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ। যার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। এই বিক্ষোভ মিছিল থেকে আমরা কিছু কথা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই-
আওয়ামী লীগকে এই দেশ থেকে নিষিদ্ধ করতে হবে।
গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসন করতে হবে।
নিহতদের পরিবার থেকে কমপক্ষে একজনকে সরকারি চাকরি দিতে হবে।
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে সেই সাথে খুনি হাসিনা সহ তার সকল দোসরদের খুবই অল্প সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসি দিতে হবে।