চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার সূত্রপাত যেভাবে হলো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার সূত্রপাত যেভাবে হলো
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক ছাত্রী শুক্রবার গভীর রাতে (প্রায় সাড়ে ১২টা) নিজ বাসায় ফিরছিলেন। অভিযোগ, বাসার দারোয়ান দরজা না খোলায় কথাকাটাকাটির এক পর্যায়ে ওই ছাত্রীর ওপর হাত তোলা হয় এবং তাকে মারধর করা হয়। এ সময় প্রতিবাদ করতে গেলে এক শিক্ষার্থীকে পেটানো হয়।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের অভিযোগ, এর পরপরই স্থানীয় কয়েকজন ব্যক্তি ধারালো দেশীয় অস্ত্র (দা–রামদা) নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ছাত্রনেতা আল মাশনুনসহ একাধিক শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীদের দাবি, মাশনুন, মাসুদসহ ৫০ জনের বেশি গুরুতরভাবে আহত হয়েছেন এবং শিক্ষার্থীদের বাসাবাড়িগুলোতেও ঢুকে আক্রমণ করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, এলাকাবাসীর কেউ কেউ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের বাড়িতে ঢুকে হামলার জন্য উসকানি দেন। শিক্ষার্থীদের ভাষ্য, রামদা দিয়ে হত্যার চেষ্টাও চালানো হচ্ছে। ঘটনাস্থলে বিরতিহীন হামলার কারণে বিশ্ববিদ্যালয় এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি জানার পরও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। তাদের আহ্বান, চট্টগ্রামবাসী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এগিয়ে এসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবেন।

উল্লেখ্য: উপরোক্ত তথ্য শিক্ষার্থীদের দেওয়া অভিযোগ ও বর্ণনার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ