গুলিতে নিহত ইউক্রেনের সাবেক পার্লামেন্ট স্পিকার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইউক্রেনের সাবেক পার্লামেন্ট স্পিকার আন্দ্রি পারুবি লভিভ শহরে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। আজ শনিবার (৩০ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার দুপুরে পশ্চিম ইউক্রেনের লভিভ শহরের ফ্রাঙ্কিভস্ক জেলায় এই ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, একজন বন্দুকধারী কুরিয়ার রাইডারের ছদ্মবেশে একটি ই-বাইকে করে এসে ৫৪ বছর বয়সী পারুবিকে একাধিক গুলি করে হত্যা করে। তবে হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি।
উল্লেখ্য, আন্দ্রি পারুবি ২০১৪ সালের ইউরোমাইদান আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন। এই আন্দোলন ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন এবং তৎকালীন রুশপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পারুবির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইউক্রেনের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা পারুবিকে একজন ‘দেশপ্রেমিক ও রাষ্ট্রনায়ক’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, “ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তির সংগ্রামে তার অবদান অপরিসীম। তিনি ইতিহাসের পাতায় স্থান পাওয়ার যোগ্য।“
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনাকে একটি ‘ভয়াবহ হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করে শোক প্রকাশ করেছেন। তিনি জানান, ঘাতককে খুঁজে বের করতে প্রয়োজনীয় সকল বাহিনী ও সম্পদ ব্যবহার করা হচ্ছে।
সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো এই হত্যাকাণ্ডকে ‘ইউক্রেনের হৃদয়ে গুলি’ বলে মন্তব্য করেন। তিনি টেলিগ্রামে লিখেছেন, “আন্দ্রি ছিলেন একজন মহান মানুষ ও প্রকৃত বন্ধু। প্রতিশোধ নেওয়া হয়েছে, কারণ তার অবদানের জন্য তারা ভয় পায়।“
এই ঘটনায় ইউক্রেনের জাতীয় পুলিশ, লভিভ আঞ্চলিক পুলিশ এবং নিরাপত্তা সংস্থা যৌথভাবে এই হত্যাকাণ্ডটি তদন্ত করছে। তবে এখন পর্যন্ত হামলার পেছনে কারা রয়েছে, তা স্পষ্ট নয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।