ইয়েমেনে ইসরাইলি হামলায় হাউছি প্রধানমন্ত্রীর মৃত্যু

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইয়েমেনে হাউছি বিদ্রোহীদের উচ্চ রাজনৈতিক নেতৃত্বের ওপর ইসরাইলি হামলায় প্রধানমন্ত্রীর মৃত্যু এবং অন্যান্য কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) হাউছি বিদ্রোহীরা এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন। হাউছিদের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মেহেদী আল-মাশাত টেলিগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় বলেন, “আমরা আল্লাহর কাছে, প্রিয় ইয়েমেনি জনগণ এবং শহীদ ও আহতদের পরিবারের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে প্রতিশোধ নেব।”
তিনি একই সঙ্গে বিদেশি কোম্পানিগুলোকে সতর্ক করে বলেছেন যে, ইসরাইলি হামলার সম্ভাবনা বিবেচনা করে তারা ‘অনেক দেরি হওয়ার আগে’ দেশ ত্যাগ করুন। হামলায় নিহতদের মধ্যে হাউছিদের প্রধানমন্ত্রীর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী, বিচার মন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রী, সামাজিক কল্যাণ মন্ত্রী এবং শ্রম মন্ত্রী অন্তর্ভুক্ত। সৌদি সংবাদমাধ্যম আল-হাদাত জানিয়েছে, হামলায় আরও কয়েকজন মন্ত্রী আহত হয়েছেন, তাদের মধ্যে কিছু গুরুতর আহত।
হাউছিদের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাতের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহত এবং আহত কর্মকর্তাদের দায়িত্বভার দ্রুত নতুনভাবে পুনর্বিন্যস্ত করা হবে। এতে উল্লেখ করা হয়েছে, হাউচিদের উপ-প্রধানমন্ত্রী মুহাম্মদ আহমেদ মিফতাহ প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করবেন।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রাজধানী সানায় একটি বৈঠকে অংশ নেয়ার সময় তাদের যুদ্ধবিমান হামলা চালিয়েছে, যার মাধ্যমে রাহাভিসহ হাউচিদের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিশ্ছিহ্ন করা হয়েছে। এই হামলা ও পরবর্তী প্রতিশোধ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
হাউছিদের প্রতিশ্রুতি ও হামলার প্রভাব ইয়েমেনের রাজনৈতিক অস্থিরতা আরও গভীর করার সম্ভাবনা রাখছে। সাম্প্রতিক ঘটনার ফলে দেশে মানবিক সহায়তা ও নিরাপত্তা চ্যালেঞ্জের মাত্রা বেড়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।