চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যায় বহিস্কার বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় গঠনতন্ত্রের বিধান অনুসারে দলের নির্দেশনা অমান্য, সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপি সূত্রে জানা যায়, সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় উদয় কুসুম বড়ুয়া ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেন, যা দলের ভেতরে এবং বাইরে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। দলের কেন্দ্রীয় পর্যায় থেকে বিষয়টি নজরে আসার পর তার কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয় এবং শেষ পর্যন্ত গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় বিএনপি।
দলীয় নেতৃবৃন্দের অভিযোগ, উদয় কুসুম বড়ুয়ার আচরণ ও বক্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে শিক্ষার্থীদের ওপর হামলার ইন্ধন দেওয়ারও অভিযোগ ওঠে। এসব কারণেই তাকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় নেতৃত্ব।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপি কখনও সংগঠনবিরোধী ও বিশৃঙ্খল কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। দলের শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, উদয় কুসুম বড়ুয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বহিষ্কারের ফলে তিনি আর দলের কোনো সাংগঠনিক পদে বহাল থাকবেন না।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।