ভিসা জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসন বিষয়ে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় বলা হয়, ভিসা জালিয়াতিতে জড়িতদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে।
বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। যারা ভিসা জালিয়াতি করে অথবা জাল নথির মাধ্যমে ভিসা পেতে সহায়তা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করানো কিংবা তাদের আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের বার্তায় আরও বলা হয়, একটি দেশের সুরক্ষিত সীমান্ত না থাকলে সেই দেশ জাতি হিসেবে দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না। তাই অভিবাসন ব্যবস্থা সুরক্ষিত রাখতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে জালিয়াতি শনাক্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তি কেবল যুক্তরাষ্ট্রে প্রবেশ থেকে বঞ্চিত হবেন না, বরং আজীবনের জন্য নিষিদ্ধ হবেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।