মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এদিন সকালে আদালতে হাজির করা হয় আসামিপক্ষ থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।
মামলার প্রক্রিয়ায় এ পর্যন্ত শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি, চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীসহ মোট ২৯ জন সাক্ষ্য দিয়েছেন। তাদের সাক্ষ্যে উঠে এসেছে জুলাই অভ্যুত্থানকালীন ঘটনার নৃশংস চিত্র।
অধিকাংশ সাক্ষী হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের দাবি জানিয়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেন।
এর আগে গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে এ মামলার বিচার শুরুর নির্দেশ দেন। প্রসিকিউশন পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, তারা সংগঠিতভাবে ২৪ সালের জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ড, নির্যাতন ও পরিকল্পিত আক্রমণের মাধ্যমে মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।