আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন আড়াই হাজারেরও বেশি মানুষ। তালেবান প্রশাসন জানিয়েছে, রবিবার (৩১ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ৬ দশমিক শূন্য মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার গভীরে। কুনার ও নানগারহার প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে বলে সরকারি হিসাবে জানা গেছে।
ভূমিকম্পের কারণে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, পাশাপাশি ভূমিধস ও বন্যার ঘটনাও ঘটেছে। দুর্গম এলাকায় পৌঁছানো কঠিন হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে তালেবান সরকার। উদ্ধারকাজে সব দল মোতায়েন করা হয়েছে এবং হেলিকপ্টারে আহতদের হাসপাতালে আনার ব্যবস্থা করা হয়েছে।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (ইউএনওসিএইচএ) তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত এলাকায় ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তালেবান সরকারের মুখপাত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তা চেয়ে বলেন, বহু মানুষ প্রাণ ও ঘরবাড়ি হারিয়েছেন, যা স্থানীয়ভাবে মোকাবিলা করা সম্ভব নয়।
ভূমিকম্পে হতাহতের ঘটনায় যুক্তরাজ্য, ভারত ও চীন ইতোমধ্যে সহায়তার ঘোষণা দিয়েছে। তবে যুক্তরাজ্য জানিয়েছে, সহায়তা তালেবান প্রশাসনের মাধ্যমে নয়, বরং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বিতরণ করা হবে। ভারত কাবুলে এক হাজার পরিবারের জন্য তাঁবু সরবরাহ করেছে এবং কুনারে খাদ্যসামগ্রী পাঠাচ্ছে। চীনও প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার কথা জানিয়েছে।
২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে এটি দেশটির তৃতীয় বড় প্রাণঘাতী ভূমিকম্প। বিদেশি সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় এমন পরিস্থিতি মোকাবিলায় আফগানিস্তান আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।