ফুলের রাজ্য কোথায়? জানুন কোন দেশ ও কোন সময় চাহিদা আকাশছোঁয়া!

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিশ্বজুড়ে ফুল শুধু সাজসজ্জা নয়, ভালোবাসা, অনুভূতি আর সংস্কৃতির প্রতীক। জন্মদিন, বিয়ে, উৎসব বা ভালোবাসা দিবস সবখানেই ফুল অপরিহার্য। তবে প্রশ্ন হচ্ছে ফুলের সবচেয়ে বেশি চাহিদা কোথায় এবং কোন মৌসুমে?
কোন দেশে সবচেয়ে বেশি চাহিদা
বিভিন্ন আন্তর্জাতিক বাজার-তথ্য অনুযায়ী-
ইউরোপ হলো বিশ্বের সবচেয়ে বড় ফুলের ভোক্তা অঞ্চল। গোটা বিশ্বের অর্ধেকেরও বেশি কাট-ফ্লাওয়ার (কাটা ফুল) কেনা-বেচা হয় ইউরোপের বাজারে। নেদারল্যান্ডস, জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্স এই তালিকায় শীর্ষে।
যুক্তরাষ্ট্র ফুলের সবচেয়ে বড় আমদানিকারক দেশ। বছরে বিলিয়ন ডলারের ফুল আমদানি করে দেশটি। বিশেষত কলম্বিয়া, ইকুয়েডর ও কেনিয়া থেকে গোলাপ, কার্নেশন, লিলি ও নানা ফুল আমদানি করে।
এশিয়া অঞ্চলে চাহিদা দ্রুত বাড়ছে। চীন, ভারত ও জাপানে উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ফুলের ব্যবহার ক্রমবর্ধমান।
কোন মৌসুমে চাহিদা বেশি:
ফুলের চাহিদা সারাবছর থাকলেও কিছু মৌসুম ও বিশেষ দিবসে বিক্রি তুঙ্গে ওঠে-
⇨ ভ্যালেন্টাইন'স ডে (ফেব্রুয়ারি): শুধু যুক্তরাষ্ট্রেই কোটি কোটি গোলাপ বিক্রি হয় এই দিনে।
⇨ মাদার্স ডে (মে মাস): ফুল বিক্রির দ্বিতীয় বড় মৌসুম। গোলাপ, কার্নেশন ও লিলির বিক্রি ব্যাপক বৃদ্ধি পায়।
⇨ ক্রিসমাস ও ইস্টার (ডিসেম্বর ও এপ্রিল): ইউরোপে ফুল সাজসজ্জার অন্যতম উপাদান।
⇨ এশিয়ায় উৎসব: চীনে বসন্ত উৎসব, ভারতে পূজা-পার্বণ ও বিয়ের মৌসুমে ফুলের ব্যবহার ব্যাপক।
সারকথা হলো, ফুলের ভাষা বিশ্বজুড়ে এক হলেও এর বাজার ও মৌসুমভিত্তিক চাহিদা ভিন্ন ভিন্ন। ইউরোপ ও আমেরিকা ফুলের সবচেয়ে বড় ভোক্তা হলেও এশিয়া ক্রমশ ফুলের ভবিষ্যৎ বাজার হয়ে উঠছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।