বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ছবির ক্যাপশান, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। জেলেদের উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল ও ঝড়ো হাওয়ার আশঙ্কা বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

বাংলাদেশের সমুদ্রবন্দরসমূহে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার ভোরে প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষকে স্থানীয় সতর্ক সংকেত নম্বর তিন প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য সৃষ্টি হয়েছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলেদের অগভীর সমুদ্র এলাকায় ঝুঁকি এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, লঘুচাপটির প্রভাবে উপকূলীয় অঞ্চলে সাময়িকভাবে ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে নিম্নাঞ্চলে পানি জমে সাময়িক দুর্ভোগের সৃষ্টি হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের এ নির্দেশনা কার্যকর না হওয়া পর্যন্ত জাহাজ, নৌযান ও ট্রলারকে সমুদ্রের গভীরে না গিয়ে নিরাপদে উপকূলবর্তী এলাকায় অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ