দ্বিতীয় মহাযুদ্ধের অগ্নি: ফিনল্যান্ডে সোভিয়েত আগ্রাসন এবং সিমো হায়হাদের সাহসী প্রতিরোধ!

দ্বিতীয় মহাযুদ্ধের অগ্নি: ফিনল্যান্ডে সোভিয়েত আগ্রাসন এবং সিমো হায়হাদের সাহসী প্রতিরোধ!
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাত দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে রক্তক্ষয়ী লড়াইয়ে কাঁপে গোটা পৃথিবী। ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে শুরু হওয়া এ যুদ্ধ মুহূর্তেই ছড়িয়ে পড়ে ইউরোপ ছাড়িয়ে অন্যান্য দেশেও। মানবতার প্রতি নির্মম আঘাতের স্মারক হয়ে ইতিহাসের পাতায় খোদাই হয়ে আছে এই সংঘর্ষ।

সোভিয়েতের দাবি ও ফিনল্যান্ডের অস্বীকৃতি

১৯৩৯ সালের অক্টোবরে স্তালিন ফিনল্যান্ডকে কঠিন এক প্রস্তাব দেয় একটি বিমানঘাঁটি স্থাপনের অনুমতি এবং কয়েকটি ভূখণ্ড সোভিয়েতকে ছেড়ে দিতে হবে। পরিবর্তে সোভিয়েত কিছুটা দ্বিগুণ জমি ফিরিয়ে দেবে বলেও আশ্বাস দেয়। কিন্তু ফিনল্যান্ড দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করে। কারেলিয়ান ইস্থমাসের ম্যানারহেইম লাইন থেকে পিছু হটার পক্ষে ছিল না ফিনিশরা।
এদিকে ইউরোপজুড়ে জমতে থাকে উত্তেজনা। ১৮ অক্টোবর নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডের রাষ্ট্রপ্রধানেরা বৈঠকে বসেন সম্ভাব্য সোভিয়েত আগ্রাসন ঠেকাতে। মস্কোর যুক্তি ছিল, লেনিনগ্রাদ ফিনল্যান্ড সীমান্ত থেকে মাত্র ২০ মাইল দূরে তাই নিরাপত্তা ঝুঁকি দূর করা জরুরি।

সাজানো অজুহাত, শুরু যুদ্ধ

২৬ নভেম্বর সোভিয়েত সেনারা ইচ্ছাকৃতভাবে নিজেদেরই মাইনিলা গ্রামে মর্টার শেল ছুঁড়ে দোষ চাপায় ফিনল্যান্ডের ওপর। এরপর দাবি জানানো হয়, ফিনিশ সেনারা যেন সীমান্ত থেকে ২৫ কিলোমিটার পেছনে সরে যায়। ফিনল্যান্ড পাল্টা জবাব দেয় তাদের সেনারা কোনো হামলা চালায়নি, বরং একই শর্তে সোভিয়েত বাহিনীও পিছু হটুক। কিন্তু আসল উদ্দেশ্য ছিল আগ্রাসন।
অবশেষে ৩০ নভেম্বর ভোরে স্তালিনের নির্দেশে ২১ ডিভিশন প্রায় সাড়ে চার লাখ সোভিয়েত সেনা ফিনল্যান্ড আক্রমণ করে বসে। ভেঙে যায় ১৯৩২ সালের অনাক্রমণ চুক্তি। শুরু হয় "Winter War" এক অসম লড়াই, যেখানে শক্তি-সামর্থ্যে দুর্বল ফিনল্যান্ড দাঁড়ায় বিশ্বের অন্যতম শক্তিধর সেনাবাহিনীর বিপরীতে।

 

অসম যুদ্ধেও ফিনল্যান্ডের অবিশ্বাস্য প্রতিরোধ-

যুদ্ধটা যে একতরফা হবে-এমনটাই ধারণা ছিল। কিন্তু ফল হলো উল্টো। ম্যানারহেইম লাইনে দাঁড়িয়ে ফিনল্যান্ড দারুণ প্রতিরোধ গড়ে তোলে। তীব্র শীতে কাবু হতে থাকে সোভিয়েত সৈন্যরা। ফিনল্যান্ডের স্কি যোদ্ধারা দ্রুতগতিতে সোভিয়েত বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে থাকে।
৩০ ডিসেম্বর ফিনল্যান্ডের নবম ডিভিশনের হামলায় সোভিয়েতের ১৬৩তম ডিভিশন পুরোপুরি ভেঙে পড়ে। এভাবেই শীতল তুষারভূমিকে ঢাল বানিয়ে ফিনিশ যোদ্ধারা ইতিহাসের অন্যতম কঠিন প্রতিরোধযুদ্ধ চালিয়ে যায়।

 

আন্তর্জাতিক সমীকরণ ও চুক্তি-

১৯৪০ সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয় মিত্রপক্ষ। কিন্তু ততদিনে সোভিয়েতও কিছু জায়গায় সুবিধাজনক অবস্থানে পৌঁছে যায়। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শুরু হয় শান্তি আলোচনার উদ্যোগ। অবশেষে ১৩ মার্চ মস্কো শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে।
চুক্তি অনুযায়ী, ফিনল্যান্ডকে তার ভূখণ্ডের ১১ শতাংশ সোভিয়েতকে ছাড়তে হয়। প্রায় সাড়ে তিন মাস ধরে চলা এই শীতকালীন যুদ্ধের সমাপ্তি ঘটে।

 

বিশ্বযুদ্ধের প্রভাব- 

Winter War শুধু একটি আঞ্চলিক লড়াই ছিল না; এটি দ্বিতীয় মহাযুদ্ধের মোড় ঘোরানো অধ্যায় হয়ে ওঠে। এই যুদ্ধে সোভিয়েতের দুর্বলতা দেখে হিটলার পরবর্তীতে সোভিয়েত আক্রমণের সাহস পায়। একেবারেই কম সম্পদ, সীমিত সেনা ও কঠিন শীতকালীন পরিবেশ নিয়েও ফিনল্যান্ডের প্রতিরোধ আজও সামরিক ইতিহাসের শিক্ষণীয় অধ্যায়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ