পার্লারে ভ্রু প্লাক এর মাধ্যমে অজান্তেই শরীরে বাসা বাঁধতে পারে প্রাণঘাতী সংক্রমণ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আজকের দিনে সৌন্দর্যচর্চা অনেকের নিত্যদিনের অভ্যাস। বিশেষ করে ভ্রু শেপ করা বা ভ্রু প্লাক করানো এখনকার তরুণী-নারীদের কাছে খুবই সাধারণ বিষয়। পার্লারে গিয়ে থ্রেডিং করিয়ে সাজানো ভ্রু দেখে অনেকেই আত্মতৃপ্তি পান। কিন্তু জানেন কি? এই সাধারণ অভ্যাসই হতে পারে মারাত্মক রোগের সূত্রপাত। সুতো থেকেই ছড়াচ্ছে সংক্রমণ!
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, ছোট ও অসচেতন পার্লারগুলোতে বেশিরভাগ সময় একই সুতো বহু গ্রাহকের ভ্রু প্লাকে ব্যবহার করা হয়। এতে সামান্য আঁচড় বা ক্ষত হলে অন্যের রক্তের সংস্পর্শে এসে ছড়িয়ে পড়তে পারে ভয়ংকর ভাইরাস। সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলো হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি, যেগুলো প্রধানত রক্তের মাধ্যমে ছড়ায়।
এই ভাইরাসগুলোতে আক্রান্ত হলে অনেক সময় তাৎক্ষণিক কোনো উপসর্গ দেখা দেয় না। তবে কয়েক মাস থেকে কয়েক বছরের মধ্যে ধীরে ধীরে রোগীর লিভারে মারাত্মক ক্ষতি শুরু হয়। দেখা দিতে পারে লিভার সিরোসিস, লিভার ক্যানসার, এমনকি লিভার ফেলিওর।
বিশ্বে হেপাটাইটিসের ভয়াবহতা – বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর হিসাব অনুযায়ী, বর্তমানে পৃথিবীতে প্রায় ৩৫ কোটি মানুষ হেপাটাইটিস বি-তে আক্রান্ত। হেপাটাইটিস সি-তে আক্রান্ত প্রায় ৫ কোটি ৮০ লাখ মানুষ। প্রতিবছর প্রায় ১৫ লাখ মানুষ মারা যায় লিভারজনিত জটিলতায়, যার বড় একটি অংশের কারণ হেপাটাইটিস সংক্রমণ।
অর্থাৎ, অল্প সচেতনতার অভাবে নেওয়া একটি ছোট সৌন্দর্যচর্চা সারা জীবনের জন্য ঝুঁকি ডেকে আনতে পারে।
শুধু ভ্রু নয়, সৌন্দর্যচর্চার আরও লুকানো ঝুঁকি :
☞ নখে নেইল আর্ট বা নেইল এক্সটেনশন করার সময়ও জীবাণু ছড়ানোর ঝুঁকি থাকে।
☞ ওয়াক্সিং বা ব্লিচিং-এর যন্ত্রপাতি বারবার ব্যবহার করলে ত্বকে ছত্রাক বা ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে।
☞ কানের ছিদ্র করা বা নাক ফোটানোর সময় জীবাণুমুক্ত সূঁচ ব্যবহার না হলে হেপাটাইটিস ছাড়াও এইচআইভি সংক্রমণের ঝুঁকি তৈরি হয়।
যেভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন-
১. পার্লারে যাওয়ার আগে খেয়াল করুন তারা স্বাস্থ্যবিধি মেনে চলছে কি না।
২. নিশ্চিত করুন নতুন সুতো বা জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।
৩. সম্ভব হলে নিজের সুতো ও প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে যান।
৪. কর্মীর হাত ধোয়া আছে কি না দেখুন, প্রয়োজনে গ্লাভস ব্যবহার করতে বলুন।
৫. হেপাটাইটিস বি-এর টিকা নিয়ে রাখলে সংক্রমণের ঝুঁকি অনেক কমবে।
৬. কাজ শেষে বাড়ি ফিরে ভালোভাবে মুখ ধুয়ে নিন এবং এন্টিসেপটিক ব্যবহার করুন।
যে লক্ষণে সতর্ক হবেন-
পার্লার থেকে ফিরে বা কয়েক সপ্তাহের মধ্যে যদি দেখা দেয়-
☞ অস্বাভাবিক ক্লান্তি
☞ চোখ বা ত্বক হলুদ হয়ে যাওয়া
☞ প্রস্রাবের রঙ গাঢ় হয়ে যাওয়া
☞ ডান পাশে পেট ব্যথা বা অস্বস্তি
তাহলে দ্রুত চিকিৎসকের কাছে যান এবং প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করান।
ভ্রু সুন্দর রাখার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো স্বাস্থ্য সুরক্ষা। সামান্য অসতর্কতার কারণে হেপাটাইটিসের মতো প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি একেবারেই অগ্রাহ্য করা যায় না। তাই সৌন্দর্যের সঙ্গে সচেতনতা এই দুটোকে সমান গুরুত্ব দিন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।