আফ্রিকার দেশ 'বুরকিনা ফাসো'তে সমকামিতার বিরুদ্ধে আইন পাশ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
পশ্চিম আফ্রিকার এই দেশ বুরকিনা ফাসোতে সমকামিতা নিষিদ্ধ করে নতুন আইন পাশ করেছে সামরিক সরকারের অধীনস্থ অন্তর্বর্তীকালীন সংসদ। দোষীদের দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানা দেওয়া হবে।
বুরকিনা ফাসোতে সমকামিতাকে অপরাধ হিসেবে ঘোষণা করে কঠোর আইন পাশ করেছে দেশটির সামরিক সরকারের অধীনস্থ অন্তর্বর্তীকালীন সংসদ। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিবি জানায়, সোমবার (২ সেপ্টেম্বর) সর্বসম্মতভাবে গৃহীত এ আইনের মাধ্যমে সমকামিতায় দোষী সাব্যস্ত হলে দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড এবং আর্থিক জরিমানার বিধান রাখা হয়েছে।
বিচারমন্ত্রী এদাসো রদ্রিগ বায়ালা জাতীয় টেলিভিশনে জানান, কোনো ব্যক্তি সমকামী বা এ ধরনের আচরণের সঙ্গে জড়িত হলে আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। এছাড়া বিদেশি নাগরিকরা এ অপরাধে জড়িত হলে তাদের দেশ থেকে বহিষ্কার করা হবে। আইনটি অবিলম্বে কার্যকর হবে বলে তিনি ঘোষণা দেন।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, পারিবারিক ও নাগরিক আইন সংস্কারের অংশ হিসেবে নতুন এ আইন প্রণয়ন করা হয়েছে। জনগণের মাঝে আইনটি সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশেষ প্রচারণা চালানো হবে। তবে মানবাধিকার সংগঠনগুলো আইনটিকে স্বাধীনতা সীমিতকরণের অভিযোগ তুলে সমালোচনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২০২২ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর বুরকিনা ফাসোর সামরিক সরকার নিরাপত্তা সংকট মোকাবিলা ও সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেও, মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে সরকার ভিন্নমত দমনে গ্রেপ্তার ও বাধ্যতামূলক সামরিক নিয়োগের পথ বেছে নিয়েছে।
আফ্রিকার অনেক দেশেই সমকামিতার বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। প্রতিবেশী মালি গত বছর (নভেম্বর ২০২৪) সমকামিতা নিষিদ্ধ করে আইন প্রণয়ন করেছে। এছাড়া ঘানা ও উগান্ডা সম্প্রতি কঠোর শাস্তির বিধান রেখে আইন পাশ করেছে।
বিশেষ করে উগান্ডায় ‘অ্যাগ্রাভেটেড হোমোসেক্সুয়ালিটি’ অপরাধে মৃত্যুদণ্ড এবং স্বেচ্ছায় সমকামী সম্পর্কের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। নতুন আইন প্রণয়নের মধ্য দিয়ে বুরকিনা ফাসোও এ ধারায় যুক্ত হলো।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।