পাকিস্তানে বিএনপির সমাবেশে বোমা হামলা, নিহত বেড়ে ১৫

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেংগল (বিএনপি-এম) আয়োজিত এই সমাবেশটি ছিল দলটির প্রতিষ্ঠাতা ও প্রয়াত নেতা সাবেক মুখ্যমন্ত্রী সারদার আতাউল্লাহ মেংগলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে।
স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, সমাবেশ শেষ হওয়ার পর কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামের পার্কিং এলাকায় এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভেস্টের মাধ্যমে নিজেকে উড়িয়ে দেয়। এতে ঘটনাস্থলেই বহু মানুষ হতাহত হন। নিহতের সংখ্যা বিভিন্ন সূত্রে ভিন্ন হলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কমপক্ষে ১১ থেকে ১৩ জন নিহত এবং ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছেন।
হামলার সময় বিএনপি-এম প্রধান সারদার আখতার মেংগল, পাকতুনখোয়া মিল্লি আওয়ামি পার্টির নেতা মাহমুদ খান আছাকজাই এবং আওয়ামী ন্যাশনাল পার্টির নেতা আসগর খান আছাকজাই উপস্থিত ছিলেন। তবে তারা সবাই অক্ষত রয়েছেন। দলের বেশ কয়েকজন কর্মী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আহতদের মধ্যে রয়েছেন।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি হামলাটিকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গুরুতর আহতদের সেনাবাহিনী পরিচালিত হাসপাতালে নেওয়া হয়েছে। বিএনপি-এম তিন দিনের শোক ঘোষণা করেছে।
একই দিনে পাকিস্তানের অন্য এলাকায়ও একাধিক সহিংস ঘটনা ঘটে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় এক সশস্ত্র হামলায় ছয় সেনাসদস্য নিহত হন এবং বেলুচিস্তান-ইরান সীমান্তের কাছে আরেক বিস্ফোরণে পাঁচ নিরাপত্তাকর্মী প্রাণ হারান। এভাবে দিনের বিভিন্ন হামলায় দেশজুড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে বলে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
বেলুচিস্তান প্রদেশ দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও জঙ্গি হামলার জন্য অস্থির এলাকা হিসেবে পরিচিত। সাম্প্রতিক ধারাবাহিক হামলা পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।