সাগরপথে ইতালি যাত্রায় বাংলাদেশি যুবকের মৃত্যু

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সাগরপথে ইতালি যাওয়ার পথে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। লাম্পেদুসা উপকূলে পৌঁছানো নৌকা থেকে তার মরদেহ উদ্ধার করে ইতালির কোস্টগার্ড।
ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী। উত্তর আফ্রিকার উপকূল থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপে পৌঁছানোর উদ্দেশ্যে একটি নৌকায় যাত্রা করেছিলেন তিনি। তবে যাত্রাপথেই তার মৃত্যু হয়। সোমবার রাতে লাম্পেদুসা উপকূলে পৌঁছানো ১০ মিটার দীর্ঘ নৌকা থেকে ইতালির কোস্টগার্ড ও ফিনান্সিয়াল পুলিশ মরদেহটি উদ্ধার করে। তার নাম ও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
নৌকাটিতে থাকা আরও ৫১ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সুদান ও সিরিয়ার নাগরিক ছিলেন। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে দু’জন নারী এবং একজন অপ্রাপ্তবয়স্কও রয়েছেন।
প্রাথমিক ধারণা অনুযায়ী, নৌকাটির জ্বালানি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ওই বাংলাদেশির মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কালা পিসানার মর্গে পাঠানো হয়েছে।
অভিবাসীরা জানান, নৌকায় যাত্রার সময় তাদের আরও একজন সঙ্গী সমুদ্রে পড়ে নিখোঁজ হন, তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমানে জীবিতদের দক্ষিণ ইতালির ইমব্রিয়াকোলা জেলার অভিবাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর অনিয়মিত অভিবাসীর সংখ্যা কিছুটা বেড়েছে। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছিল ৪২ হাজার ৯৯৯ জন অভিবাসী। কিন্তু ২০২৫ সালের একই সময়ে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৮৬০ জনে। যদিও ২০২৩ সালের একই সময়ে এ সংখ্যা ছিল রেকর্ড ১ লাখ ১৪ হাজার ৮৬৭ জন।
চলতি বছরে ইতালিতে সমুদ্রপথে আসা অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরাই শীর্ষে। এ পর্যন্ত ১৩ হাজার ২৭১ জন বাংলাদেশি ইতালিতে পৌঁছেছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরিত্রিয়া, এরপর রয়েছে মিসর, পাকিস্তান, সুদান, ইথিওপিয়া ও সোমালিয়া।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।