ইন্দোনেশিয়ায় সংসদ ভবন ঘেরাও, আলোচনার অপেক্ষায় শিক্ষার্থীরা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইন্দোনেশিয়ার জাকার্তায় শিক্ষার্থীরা সংসদ ভবন ঘেরাও করছে। সরকারের সঙ্গে আলোচনার অপেক্ষায় বিক্ষোভ চলমান। পুলিশি সহিংসতা, দুর্নীতি এবং অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শিক্ষার্থী ও শ্রমিকরা রাস্তায় নেমেছে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সংসদ ভবনের সামনে বৃহৎ পরিসরে বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে হাজারো শিক্ষার্থী। আয়োজকরা জানিয়েছেন, সরকারের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত না হওয়ায় এই কর্মসূচি পালন করা হচ্ছে। গত সপ্তাহে সহিংস বিক্ষোভে অন্তত ১০ জন নিহত হওয়ার পর আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তা এখনও সম্পন্ন হয়নি।
রয়টার্সের খবরে বলা হয়, গত সপ্তাহের বিক্ষোভ মূলত রাষ্ট্রীয় ব্যয় সংকোচন ও পুলিশি সহিংসতার ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থী, শ্রমিক ও মানবাধিকার সংগঠনগুলো সক্রিয়ভাবে অংশ নেয়। বিশেষ করে পুলিশের গাড়িচাপায় এক ট্যাক্সি চালকের মৃত্যুর ঘটনা আন্দোলনকে আরও তীব্র করে তোলে। বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে এই আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে।
মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এসব সহিংসতায় অন্তত ১০ জন নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এসময় লুটপাট ও ধ্বংসযজ্ঞের ঘটনাও ঘটে। নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগের কারণে সরকার কঠোর সমালোচনার মুখে পড়েছে।
শিক্ষার্থীদের জোট ‘বেম সি’ জানিয়েছে, জনগণের মূল উদ্বেগ কেবল বিক্ষোভ নয়, বরং দুর্নীতি ও আইনের রাজনৈতিকীকরণ। বুধবার অন্তত ১০টি ছাত্র ইউনিয়ন সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করে। সেখানে তারা পুলিশি সহিংসতার নিরপেক্ষ তদন্ত দাবি করে এবং সংসদ সদস্যদের বিলাসী সুবিধার বিপরীতে সাধারণ মানুষের অর্থনৈতিক কষ্টের বিষয়টি তুলে ধরে।
এদিকে সংসদের ডেপুটি স্পিকার বৃহস্পতিবার জানিয়েছেন, শিক্ষার্থীদের সরকারের সঙ্গে বৈঠকের সুযোগ দেওয়া হবে। তবে বেম সি নেতা মুজাম্মিল ইহসান এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, “এই আমন্ত্রণের আসলে কোনো গুরুত্ব নেই।”
সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনার অগ্রগতি এখনো অনিশ্চিত রয়ে গেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।