ডাকসুতে ভিপি পদে সাদিককে সমর্থন করে সাংবাদিক ইলিয়াসের পোস্ট

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ডাকসু ভিপি পদে প্রার্থী সাদিক কাইয়ুমকে সমর্থন জানিয়ে সাংবাদিক ইলিয়াস হোসাইন ফেসবুক পোস্টে বক্তব্য দিয়েছেন। তিনি ভারতপন্থী অভিযোগে ছাত্রদল প্রার্থীর বিরোধিতা করে পাকিস্তানি ট্যাগ বিতর্কে অবস্থান স্পষ্ট করেন।
ডাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্ক দেখা দিয়েছে। সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রকাশিত এক পোস্টে পাকিস্তানি পরিচিতি পাওয়া প্রার্থী সাদিক কাইয়ুমের পক্ষে সমর্থন জানান। তিনি অভিযোগ করেন, বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের কিছু নেতা শিবিরপন্থী প্রার্থীকে ‘পাকিস্তানি’ বা ‘রাজাকার’ আখ্যায়িত করার চেষ্টা করছেন, যা তার মতে মূলত আওয়ামী লীগের রাজনৈতিক বক্তব্যকে প্রতিষ্ঠা করারই একটি কৌশল।
ইলিয়াস তার পোস্টে উল্লেখ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর থেকে পাকিস্তানি ট্যাগ ব্যবহার করে আওয়ামী লীগ নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখার সুযোগ পেয়েছে এবং ভারত এ থেকে দীর্ঘমেয়াদি সুবিধা ভোগ করেছে। তিনি দাবি করেন, বর্তমানে যারা রাজনৈতিক প্রতিপক্ষকে পাকিস্তানি আখ্যায়িত করছেন, তারা আসলে ভারতীয় স্বার্থকে এগিয়ে নিতে চাইছেন। সেই অবস্থায়, তিনি নিজেকে পাকিস্তানপন্থী হিসেবে ঘোষণা দেন এবং জানান, এখন আর বাংলাদেশের জনগণ পাকিস্তানি ট্যাগকে নেতিবাচকভাবে নেবে না।
তার বক্তব্যে আরও উঠে আসে, আসন্ন ডাকসু ভিপি পদে তিনি ছাত্রদল-সমর্থিত প্রার্থী আবিদকে ভারতপন্থী আখ্যা দিয়ে ভোট প্রত্যাখ্যানের আহ্বান জানান। বরং তিনি সাদিক কাইয়ুমকে সমর্থনের ঘোষণা দেন। পাশাপাশি, বিএনপি যদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভারত-পাকিস্তান বিভাজনকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করে, তবে তিনি ব্যক্তিগতভাবে পাকিস্তানের পক্ষেই অবস্থান নেবেন বলে সতর্ক করেন।
ফেসবুক পোস্টে ইলিয়াস হোসাইন উল্লেখ করেন, রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করার বহু উপায় রয়েছে। তবে আওয়ামী লীগের প্রচলিত বক্তব্য ব্যবহার করলে তা উল্টো প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে তৈরি হওয়া কিছু প্রভাবশালী কণ্ঠস্বরই যথেষ্ট শক্তি রাখে মূলধারার রাজনৈতিক বয়ানকে পাল্টে দেওয়ার।
পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, তার মন্তব্য ও অবস্থানের প্রতিফলন আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যেই প্রকাশ পাবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।