ওয়াজ মাহফিলের কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষে, নিহত ১

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ওয়াজ মাহফিলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের ভয়াবহ সংঘর্ষে মোশারফ হোসেন (৪২) নামে এক জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে হরিণাকুন্ডুর হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে । নিহত মোশারফ হোসেন ওই এলাকার খবির মন্ডলের ছেলে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাতে ওয়াজ মাহফিলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে কথা বলতে, বলতে বাগবিতণ্ডা হয়। সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে । সকালে মোশাররফ নিজের কলা বাগানে কাজ করতে গেলে সাইদ হোসেন গ্রুপের সমর্থক সাইদ, মোস্তাক, অন্তরসহ ১০-১২জন হানেফ মন্ডলের সমর্থক মোশারফের উপর ধারালো দেশী অস্ত্র নিয়ে হামলা চালায় । এতে ঘটনাস্থলেই মারা যায় মোশাররফ । খবর পেয়ে নাছির, , রবিন, খালেক, হানিফ সহ অন্যান্যরা ছুটে আসলে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের ৬জন আহত হয়।
হরিণাকুন্ড থানা ওসি এম এ আব্দুর রউফ গণমাধ্যমকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়নি । তবে মহিন নামে একজনকে আটক করা হয়েছে । এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।