শর্ট টাইম মেমোরি লস করছেন নুর - বিদেশে পাঠানোর বিষয়ে গড়িমসি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “সরকার প্রতিশ্রুতি দিলেও নুরকে বিদেশে পাঠানোর বিষয়ে গড়িমসি করছে। একটি মহল সক্রিয়ভাবে চেষ্টা করছে যাতে তিনি উন্নত চিকিৎসা নিতে না পারেন।”
রাশেদ খাঁন জানান, সকাল ১১টার দিকে হাসপাতালে এসে তিনি নুরকে ঘুমন্ত অবস্থায় দেখেছেন। সাড়ে ১২টার দিকে ঘুম থেকে উঠে বসতে গেলে কাশির সঙ্গে রক্তক্ষরণ হয়। এর আগেও নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। এখনো অবস্থার কোনো উন্নতি হয়নি।
তিনি আরও বলেন, “নুরুল হক নুর শর্ট টাইম মেমোরি লস করছেন। কথা বলতে গিয়ে সম্পূর্ণ করতে পারছেন না, অনেক সময় অগোছালোভাবে বলছেন। ওষুধ খাওয়ার দুই ঘণ্টার মধ্যেই ভুলে যাচ্ছেন ওষুধ খেয়েছেন কি না। কথার মাঝেই ঘুমিয়ে পড়ছেন। তিনি শক্ত খাবার খেতে পারছেন না, দাঁড়াতেও পারছেন না, শরীরের ব্যালান্স ধরে রাখতে পারছেন না।”
নুরের শারীরিক জটিলতার বিষয়ে তিনি জানান, তার চোয়ালের হাড় ও নাকের হাড় ভাঙা। সর্দি বেড়ে গেছে। অবস্থাটা অত্যন্ত নাজুক।
সরকারের প্রতিশ্রুতি প্রসঙ্গে রাশেদ খাঁন অভিযোগ করেন, নুরকে দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করার কথা বলা হলেও বাস্তবে তাতে কোনো অগ্রগতি নেই। “মনে হচ্ছে, বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে। তারা চায় না নুর সুস্থ হয়ে উঠুক।”
তিনি আরও বলেন, “নুর এই প্রজন্মের জনপ্রিয় নেতা। জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকা দেশবাসী দেখেছে। এখন তাকে টার্গেট করা হয়েছে। নুরকে দিয়ে শুরু হয়েছে, এরপর একে একে অন্য আগ্রাসনবিরোধী নেতাদেরও একইভাবে আঘাত করে আইসিইউতে পাঠানো হবে।”
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।