গাজায় বহুতল ভবনে ইসরাইলি বিমান হামলা

গাজায় বহুতল ভবনে ইসরাইলি বিমান হামলা
ছবির ক্যাপশান, গাজায় বহুতল ভবনে ইসরাইলি বিমান হামলা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

গাজায় ইসরাইলি বিমান হামলায় ধসে পড়ল হামাসের ব্যবহৃত বহুতল ভবন। আল-রিমাল এলাকায় মুশতাহা টাওয়ার লক্ষ্য করে চালানো এই হামলায় বেসামরিকদের সরিয়ে নেওয়ার পর বিস্ফোরণ ঘটে। দুই বছরব্যাপী অভিযান ঘিরে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরাইল গাজায় বোমাবর্ষণ জোরদার করেছে।

গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের ব্যবহৃত বহুতল ভবনগুলোতে ইসরাইলি সেনাবাহিনী নতুন করে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক মহল এবং নিজ দেশের অভ্যন্তরে টানা দুই বছরের অভিযান বন্ধে ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও ইসরাইল বোমাবর্ষণ আরও তীব্র করেছে।

শুক্রবার স্থানীয় সময় বিকেলে গাজা শহরের আল-রিমাল এলাকায় অবস্থিত মুশতাহা টাওয়ারে শক্তিশালী বিস্ফোরণের মাধ্যমে একটি বহুতল ভবন ধ্বংস করে দেয় ইসরাইলি বাহিনী।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা হামাসের সন্ত্রাসী কার্যকলাপের কেন্দ্র হিসেবে ব্যবহৃত অবকাঠামো, বিশেষ করে উঁচু ভবনগুলোকে টার্গেট করছে। বিবৃতিতে বলা হয়, এইসব স্থাপনাগুলোকে আসন্ন অভিযানে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। এর অংশ হিসেবে শুক্রবারের হামলায় মুশতাহা টাওয়ার ধ্বংস করা হয়, যা হামাস যোদ্ধাদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে সেনাবাহিনী।

এএফপি প্রকাশিত ভিডিওচিত্রে দেখা যায়, হামলার পর মুহূর্তেই ভবনটি ভেঙে পড়তে শুরু করে এবং চারপাশ ধোঁয়া ও ধুলায় আচ্ছন্ন হয়ে যায়। পরে প্রকাশিত ছবিতে স্থানীয় ফিলিস্তিনিদের ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ ঘুরে দেখা ও ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে দেখা গেছে।

সেনাবাহিনী জানিয়েছে, অভিযানের আগে বেসামরিক লোকজনকে সরিয়ে নিতে সতর্কতা জারি করা হয়েছিল। হামলার কিছুক্ষণ আগে টাওয়ারটির বাসিন্দারা জিনিসপত্র নিচে নামাতে শুরু করে।

দক্ষিণ-পশ্চিম গাজার একটি তাঁবুতে আশ্রয় নেওয়া ৫০ বছর বয়সী বাস্তুচ্যুত নারী আরেজ আহমেদ বলেন, তার স্বামী সরাসরি দেখেছেন বাসিন্দারা হামলার আগে তাড়াহুড়ো করে মালপত্র বের করে নিতে চেষ্টা করছেন। তার ভাষ্য, সরিয়ে নেওয়ার নির্দেশের আধ ঘণ্টারও কম সময় পরেই ভবনটিতে বোমা বর্ষণ করা হয়।

গাজার পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তবে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সন্ত্রাসী কার্যকলাপ দমনে অভিযান অব্যাহত রাখবে। এর ফলে শিগগিরই গাজার অন্যান্য উঁচু ভবনগুলোও টার্গেট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ