রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্র-ইইউর যৌথ কূটনৈতিক চাপ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে যৌথ কূটনৈতিক চাপ বাড়াচ্ছে। সেপ্টেম্বরে ইইউর ১৯তম নিষেধাজ্ঞা প্যাকেজ উন্মোচন হবে। ওয়াশিংটনে ইইউ প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবে। লক্ষ্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনা ও ইউক্রেন যুদ্ধের অবসানে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ গ্রহণে এগিয়ে যাচ্ছে। শুক্রবার পশ্চিম ইউক্রেনের উজহোরোদ শহরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা এ ঘোষণা দেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রসহ সমমনা অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে রাশিয়ার ওপর প্রত্যক্ষ ও গৌণ নিষেধাজ্ঞার চাপ বাড়ানো হবে।
কস্তা বলেন, এ উদ্দেশ্যে একটি ইউরোপীয় প্রতিনিধিদল শিগগিরই ওয়াশিংটন সফর করবে। যদিও প্রতিনিধিদলে কারা থাকবেন তা স্পষ্ট করা হয়নি, তবে ইইউ কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন নিষেধাজ্ঞা দূত ডেভিড ও’সুলিভান। একইসঙ্গে ইইউ কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন ঘোষণা করেছেন, রাশিয়ার বিরুদ্ধে ১৯তম নিষেধাজ্ঞার প্যাকেজ সেপ্টেম্বরের শুরুতেই উন্মোচন করা হবে। তার ভাষ্য অনুযায়ী, এ পদক্ষেপের মূল লক্ষ্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে আনা।
ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে। এর মধ্যেই গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে ইউক্রেনে আক্রমণ বন্ধ করার জন্য দুই সপ্তাহের আল্টিমেটাম দিয়েছিলেন। ট্রাম্প হুঁশিয়ারি দেন, শর্ত পূরণ না হলে রাশিয়াকে “ব্যাপক নিষেধাজ্ঞা, বিশাল শুল্ক বা উভয়টির” সম্মুখীন হতে হবে। তবে এ বিষয়ে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
অন্যদিকে, ট্রাম্প ভারতকে লক্ষ্য করে হুমকি দেন যে, রাশিয়ান তেল কেনার শাস্তি হিসেবে দেশটির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে। যদিও মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের প্রস্তাবিত ৫০০ শতাংশ সেকেন্ডারি শুল্ক নিয়ে হোয়াইট হাউস কোনো সমর্থন জানায়নি।
সব মিলিয়ে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির কূটনৈতিক প্রচেষ্টা নতুন করে তীব্রতর হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।