স্বাধীনতা বিরোধীরা একটি পদেও জিতে আসতে পারবে না: মেঘমল্লার বসু

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস প্রার্থী মেঘমল্লার বসু অনাবাসিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেছেন, “আপনারা যাকে খুশি তাকে ভোট দিন, তবে দয়া করে ৯ তারিখে ভোট দিতে আসুন। আপনাদের ভোটে গোটা সমীকরণ বদলে যাবে। এখানে স্বাধীনতা বিরোধীরা একটি পদেও জয়ী হতে পারবে না।"
আজ রবিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আজ প্রচারণার শেষ দিন। আমরা এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে প্রচারণা শেষ করছি। যদি আমার এই উপস্থিতি সহযোদ্ধাদের মনে সামান্য প্রেরণাও জোগায়, সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
ভোটারদের উদ্দেশ্যে মেঘমল্লার বসু আরও বলেন, “যারা আমাকে ভোট দেবেন না তাদের বলার কিছুই নেই। তবে অনেকে আছেন যারা আমাকে পছন্দ করেন, কিন্তু ভাবছেন-যে প্রার্থী আমার দোরগোড়ায় পৌঁছায়নি, সে নির্বাচিত হলে আদৌ আমার কাছে পৌঁছাবে তো? আমি শুধু বলতে চাই, শেষ পাঁচ দিন আমি চেষ্টা করেছি যেন শেষ মানুষটির কাছেও পৌঁছাতে পারি। কিন্তু শারীরিক অক্ষমতার কারণে তা সম্ভব হয়নি। সেই ব্যর্থতার দায় আমি নিচ্ছি। তবে যদি মনে করেন আগামী দিনে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমি ও আমার সহপ্রার্থীরাই উপযুক্ত, তাহলে শুধু এই কারণে ভোট থেকে আমাকে বঞ্চিত করবেন না যে আমি আপনাদের দোরগোড়ায় পৌঁছাতে পারিনি।”
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।