আচরণবিধি ভঙ্গের অভিযোগ ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুলের বিরুদ্ধে

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। ছাত্রদল প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান নিয়ম ভেঙে এক ভোট কেন্দ্রে প্রবেশ করেন। মঙ্গলবার সকাল নয়টার কিছু আগে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করছিলেন। এ সময় ওই কেন্দ্রে প্রবেশ করেন আবিদুল।
কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক এ বিষয়ে সাংবাদিকদের জানান, প্রার্থীদের কোনোভাবেই ভোটকেন্দ্রে প্রবেশ করার সুযোগ নেই। তিনি বলেন, “আমি তখন জহুরুল হকের কেন্দ্রে অবস্থান করছিলাম। ঘটনাটি সরাসরি জানতাম না, তবে খোঁজ নিয়ে দেখি। পরবর্তীতে জগন্নাথ হলের ভোটকেন্দ্রে গিয়ে আমি আর কাউকে পাইনি। ভবিষ্যতে যেন আর কোনো প্রার্থী প্রবেশ করতে না পারে, সে বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
এদিকে প্রার্থী আবিদুল অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রার্থীদের জন্য কোনো প্রবেশ কার্ডের ব্যবস্থা করেনি। এর ফলে তিনি মেয়েদের হলগুলোতে ঢুকতে পারছেন না। যদিও কিছুক্ষণ পরেই শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন শামসুন নাহার হলের ভোটকেন্দ্রের সামনে তাকে দেখা যায়। সেখানে উপস্থিত শিক্ষার্থীদের অনেকে বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
শুধু প্রার্থীর অনিয়মই নয়, তার প্যানেলের একাধিক কর্মীকেও ভোটকেন্দ্র এলাকায় লিফলেট বিলি করতে দেখা যায়। জিজ্ঞেস করলে তারা জানান, শিক্ষার্থীরা যেন সহজে ব্যালট নম্বর মনে রাখতে পারে, সে জন্যই লিফলেট বিতরণ করা হচ্ছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটকেন্দ্র এলাকায় প্রচার-প্রচারণা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ হলেও তা অমান্য করায় স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।