ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিক তরিকুল শিবলীর মৃত্যু

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম তরিকুল শিবলী (৪০)। তিনি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে দায়িত্ব পালনের সময় এই ঘটনা ঘটে।
সহকর্মীরা জানান, নির্বাচনের খবর সংগ্রহের অংশ হিসেবে কার্জন হলে লাইভ সম্প্রচার করছিলেন তরিকুল শিবলী। হঠাৎ করেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত সাংবাদিকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসকরা ধারণা করছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন।
নিহত তরিকুল শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানায়। তিনি বর্তমানে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি দুই কন্যাসন্তানের জনক ছিলেন। সহকর্মী সাংবাদিকরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনকে ঘিরে সারাদিন ক্যাম্পাসে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন সাংবাদিকরা। সেই সময়ই ঘটে এই মর্মান্তিক ঘটনা। সংবাদকর্মীদের ভাষ্যমতে, কাজের চাপ ও অতিরিক্ত ক্লান্তির কারণে শারীরিক জটিলতা দেখা দিতে পারে। এ ঘটনার পর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।