বন্ডেড ওয়্যারহাউজের পণ্য খালাসে এনবিআরের নতুন নির্দেশ

বন্ডেড ওয়্যারহাউজের পণ্য খালাসে এনবিআরের নতুন নির্দেশ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোর আমদানি করা মালামাল দ্রুত খালাসের লক্ষ্যে নতুন নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে আমদানি পণ্যের এইচএস (হারমোনাইজড সিস্টেম) কোড বা পণ্যের বর্ণনায় পার্থক্য থাকলেও পণ্য খালাসে সময় অনেক কমে যাবে।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এনবিআর এই সিদ্ধান্তের কথা জানায়।

আগে, বন্ড লাইসেন্সে এইচএস কোড এবং আমদানি ঘোষণাপত্রের কোডের সঙ্গে কাস্টমসের নির্ধারিত কোড বা বর্ণনার মিল না থাকলে পণ্য খালাসে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সময় লাগতো। এর ফলে পণ্য বন্দরে আটকে থাকত এবং সময়মতো রপ্তানিতে বাধা দিত। এতে ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিদেশি ক্রেতাদের কাছেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতো। নতুন নির্দেশনা অনুযায়ী এসকল সমস্যা সমাধান করা হবে এবং রপ্তানি প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত হবে।

এনবিআর এর নতুন নির্দেশনায় যা রয়েছে-

কোডের আংশিক মিলঃ যদি ঘোষিত এইচএস কোড ও কাস্টমস কর্তৃক নির্ধারিত এইচএস কোডের প্রথম চারটি ডিজিট বন্ড লাইসেন্সে অন্তর্ভুক্ত কোডের প্রথম চারটি ডিজিটের সঙ্গে মিলে যায়, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান একটি অঙ্গীকারনামা দিয়ে দ্রুত পণ্য খালাস করতে পারবে।

সম্পূর্ণ ভিন্ন কোডঃ যদি কাস্টমস কর্তৃপক্ষ সম্পূর্ণ ভিন্ন এইচএস কোড নির্ধারণ করে, তবে সেই কোডটি বন্ড লাইসেন্সে সংযুক্ত করতে হবে। এই প্রক্রিয়াটি 'কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (CBMS)' ব্যবহার করে সম্পন্ন করতে হবে এবং সর্বোচ্চ দুই কার্যদিবসের মধ্যে পণ্য খালাস নিশ্চিত করতে হবে।

এনবিআর আশা করছে, এই নতুন নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বন্ডেড প্রতিষ্ঠানগুলোর রপ্তানি কার্যক্রম দ্রুত ও সাশ্রয়ী হবে। দেশের রপ্তানি প্রবৃদ্ধি বাড়বে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে ইতিবাচক প্রভাব পড়বে।
একইসঙ্গে কাস্টমস কর্তৃপক্ষ ও বন্ডেড প্রতিষ্ঠান উভয়কেই দ্রুততার সঙ্গে এই নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ