ডাকসু ইস্যুতে ভিসির সঙ্গে উচ্চবাচ্য ও বাকবিতণ্ডায় ছাত্রদল নেতারা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ডাকসু নির্বাচন ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়ালেন ছাত্রদল নেতারা। সিনেট ভবনে অভিযোগ জানাতে গিয়ে উচ্চবাচ্য ও ক্ষোভ প্রকাশ করেন তারা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিনেট ভবনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীরা ভিসির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের অভিযোগ উত্থাপন করেন। এ সময় ছাত্রদল নেতাদের টেবিল চাপড়ে উচ্চকণ্ঠে কথা বলতে দেখা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে ছাত্রদলের উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সিনেট ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, বিএনপিপন্থী শিক্ষকদের উপস্থিতিতেই ক্ষুব্ধ ভঙ্গিতে কথা বলেন ছাত্রদল নেতা গণেশ চন্দ্র রায় সাহস। তিনি নির্বাচন প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগ তুলে ভিসির প্রতি কঠোর সমালোচনা করেন।
ভিডিওতে গণেশ চন্দ্রকে বলতে শোনা যায়, “আজ নারী শিক্ষার্থীরা বাইরে থেকে আসল, বাসগুলো কম আসল; আপনি বুঝেন না এটা ডাকসু নির্বাচন?” এসময় তিনি টেবিল চাপড়ে উপাচার্যের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তাকে নিবৃত করার চেষ্টা করেন। অপরদিকে উপাচার্য গণেশকে উদ্দেশ্য করে বলেন, “আপনি চুপচাপ বসে যান।”
ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক সমাজের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।
ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানামুখী প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে শিক্ষার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, অন্যদিকে অনেকে এটিকে শিষ্টাচারবহির্ভূত ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন। ফেসবুকে জাহাঙ্গীর নামে এক ব্যবহারকারী লিখেছেন, “ওদের মতো নেতাদের জন্যই আজকে এই অবস্থা।” অপরদিকে আরশাদ চৌধুরী মন্তব্য করেছেন, “একজন ভিসির সাথে কীভাবে কথা বলতে হয়, এখনো শিক্ষা নেয়নি তারা।”
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।