সাদিক-ফরহাদের ব্যালট দাগানো বিতর্কে প্রতক্ষদর্শী স্বতন্ত্র প্রার্থী আনিকার বক্তব্য

সাদিক-ফরহাদের ব্যালট দাগানো বিতর্কে প্রতক্ষদর্শী স্বতন্ত্র প্রার্থী আনিকার বক্তব্য
ছবির ক্যাপশান, সাদিক-ফরহাদের ব্যালট দাগানো বিতর্কে প্রতক্ষদর্শী স্বতন্ত্র প্রার্থী আনিকার বক্তব্য
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণকে কেন্দ্র করে ব্যালট পেপার দাগানোর অভিযোগ নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন রোকেয়া হল সংসদে সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আনিকা তাহসিন হাফসা (ব্যালট নং ০২)। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টিকে প্রপাগাণ্ডা হিসেবে অভিহিত করেছেন।

আনিকা তাহসিন হাফসা তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেন, “ব্যালট পেপারে আগে থেকে দাগানো নিয়ে যারা গুজব ছড়াচ্ছেন, তাদের একজনকে আমি নিজ চোখে চিনি। তিনি যখন ১নং টেবিলে ভোট দিচ্ছিলেন, তার কিছুক্ষণ পর আমি ৩নং টেবিলে ভোট দিই। এরপর তাকে হল থেকে বের হয়ে এসব প্রপাগান্ডা ছড়াতে দেখি।” তিনি আরও লিখেছেন, “এক মুহূর্তের জন্য আমিও হতবাক ছিলাম যে, এটা সত্যি কিনা। কিন্তু প্রমাণ ছাড়া আমি কখনো বিষয়টি প্রচার করিনি।”

হাফসা আরও বলেন, একটি ঘটনার কারণে রোকেয়া হলের প্রায় চার হাজার ভোটকে প্রশ্নবিদ্ধ করা হলে তিনি নিজেই এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবেন। তাঁর ভাষায়, “কিন্তু এই একটা ঘটনার জন্য যদি রোকেয়া হলের ৪ হাজার ভোট প্রশ্নবিদ্ধ হয়, তাহলে এটার বিরুদ্ধে আমি নিজেই স্ট্রং স্ট্যান্ড নিব।”

এই প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ মনে করছেন, নির্বাচনে প্রার্থীর স্বচ্ছ অবস্থান ভোটারদের আস্থাকে প্রভাবিত করতে পারে। অন্যদিকে, অভিযোগের সত্যতা যাচাই করতে নির্বাচনী কর্তৃপক্ষকে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, রোকেয়া হলে চলমান সংসদ নির্বাচন নিয়ে শুরু থেকেই নানাবিধ জল্পনা চলছে। বিভিন্ন প্রার্থী ও সমর্থকরা অভিযোগ তুললেও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো অনিয়ম প্রমাণিত হয়নি। এই প্রেক্ষাপটে আনিকা তাহসিন হাফসার প্রকাশ্য অবস্থান নির্বাচনের স্বচ্ছতা নিয়ে নতুন মাত্রা যোগ করেছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ