পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ করল এনবিআর

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় অবস্থিত একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পরিচালিত এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব। তিনি জানান, সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার নামে ১২৮ নম্বর একটি লকার পাওয়া গেছে। লকারটির দুটি চাবির একটি শেখ হাসিনার কাছে এবং অন্যটি ব্যাংকের কাছে সংরক্ষিত ছিল।
রাজস্ব গোয়েন্দারা বুধবার সকালে ব্যাংক কর্তৃপক্ষের সহযোগিতায় লকারটি জব্দ করে। তবে এখনো লকার খোলা হয়নি। ধারণা করা হচ্ছে, এতে গুরুত্বপূর্ণ দলিলপত্র, মূল্যবান অলংকার বা অন্যান্য গোপন নথি থাকতে পারে। এ প্রসঙ্গে আহসান হাবীব জানান, পরবর্তী সময়ে আইনানুগ প্রক্রিয়ায় লকার খোলা হবে এবং এর ভেতরের জিনিসপত্রের তালিকা প্রস্তুত করা হবে।
এ ছাড়া শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকে ১২ লাখ টাকা এবং তাঁর ছোট বোন শেখ রেহেনার যৌথ নামে আরও ৪৪ লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর) জব্দ করা হয়েছে। এসব সম্পদও এনবিআরের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
এর আগে, সাবেক প্রধানমন্ত্রীর আর্থিক লেনদেন ও সম্পদের খোঁজখবর নিতে দেশের ৬৫টি ব্যাংককে চিঠি দেয় এনবিআর। ওই চিঠিতে শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা ব্যাংক হিসাব, লকার এবং এফডিআরের বিস্তারিত তথ্য চাওয়া হয়। বেশ কিছু ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পূবালী ব্যাংকে এই লকারের সন্ধান পাওয়া যায় এবং অভিযান চালানোর সিদ্ধান্ত হয়।
রাজস্ব গোয়েন্দাদের ধারণা, লকার ও জব্দকৃত সম্পদের তথ্য সরকারের চলমান অনুসন্ধানে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে। বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।