এশিয়া কাপ মিশনে হংকংয়ের বিপক্ষে আজকে মাঠে নামছে বাংলাদেশ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
এশিয়া কাপের এবারের আসরে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবু ধাবিতে মাঠে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা। টুর্নামেন্টের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এ গ্রুপ থেকেই সুপার ফোরে জায়গা করে নেওয়া কঠিন চ্যালেঞ্জ হবে বাংলাদেশের জন্য।
প্রথম ম্যাচকে সামনে রেখে বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস জানালেন, দল কেবল জয়ের চিন্তাই করছে। তিনি বলেন, “নেগেটিভ চিন্তা করার সময় এখন নয়। আমরা সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলেছি এবং যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। প্রতিপক্ষ কে সেটা নয়, আমাদের লক্ষ্য থাকবে শতভাগ প্রচেষ্টা দিয়ে ম্যাচ জেতা।”
টি-টোয়েন্টি সংস্করণে হংকংয়ের বিপক্ষে অতীতের একবারের হারের অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০১৪ সালের সেই পরাজয় এখন অনেকটাই অতীত। বর্তমান সময়ে শক্তিমত্তায় এগিয়ে বাংলাদেশ। তাই কাগজে-কলমে হংকংয়ের বিপক্ষে জয় পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে ক্রিকেটের অনিশ্চয়তার খেলায় প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট।
নেদারল্যান্ডস সিরিজে যেখানে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল, এশিয়া কাপে থাকছে পূর্ণাঙ্গ শক্তির দল। একাদশে ফিরতে পারেন শামীম হোসেন পাটোয়ারি ও লেগ স্পিনার রিশাদ হোসেন। তৃতীয় পেসার হিসেবে তানজিম হাসান সাকিবেরও মাঠে নামার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ দলের স্কোয়াডে আছেন- লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, সাইফ হাসান, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে সুপার ফোরের লড়াইয়ে। তবে প্রতিটি ম্যাচে সর্বোচ্চ খেলাই হবে টাইগারদের মূল মন্ত্র। এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।