গণতান্ত্রিক প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান করলেন কমিশন

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
কমিশন গণতান্ত্রিক প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। গণভোট, সংসদীয় আলোচনা, জাতীয় সংলাপ ও রোডম্যাপ প্রণয়নের সুপারিশ তুলে ধরা হয়। জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করে সনদ বাস্তবায়নকে টেকসই করার ওপর জোর দেওয়া হয়েছে। জানুন কমিশনের চার দফা প্রস্তাব ও দিকনির্দেশনা।
জুলাই সনদ বাস্তবায়নে চারটি উপায় সুপারিশ করেছে কমিশন। এর মধ্যে গণভোট আয়োজনকে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হয়েছে। বৃহস্পতিবার কমিশনের বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সনদ বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এজন্য গণভোট আয়োজনের পাশাপাশি অন্যান্য সাংবিধানিক পদ্ধতি অনুসরণের বিষয়েও সুপারিশ করা হয়েছে।
কমিশনের প্রস্তাবনায় বলা হয়, প্রথমত—গণভোটের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ মতামত নেওয়া। দ্বিতীয়ত—সংসদীয় আলোচনার মাধ্যমে সনদের বিভিন্ন দিক পর্যালোচনা করে আইনগত কাঠামো তৈরি করা। তৃতীয়ত—জাতীয় সংলাপ আয়োজন করে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করা। চতুর্থত—ধাপে ধাপে বাস্তবায়নের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন করা। এসব প্রক্রিয়া অনুসরণ করলে সনদ বাস্তবায়নে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত হবে বলে কমিশনের মত।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই সনদ হলো জাতীয় ঐকমত্যের প্রতীক। জনগণের অংশগ্রহণ নিশ্চিত না করে সনদ বাস্তবায়ন টেকসই হবে না। এজন্য গণভোটের আয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাংবিধানিক সংস্থাগুলোর সক্রিয় ভূমিকা রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।
কমিশনের কর্মকর্তারা জানান, সনদ বাস্তবায়নে কেবল রাজনৈতিক সদিচ্ছাই নয়, বরং প্রশাসনিক দক্ষতা ও জনসচেতনতা অপরিহার্য। প্রস্তাবিত চারটি উপায় কার্যকর হলে সনদ বাস্তবায়ন সহজ হবে এবং জনগণের আস্থা অর্জন করা সম্ভব হবে।
উল্লেখ্য, জুলাই সনদ দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে আলোচিত একটি বিষয়। এর সফল বাস্তবায়ন দেশের গণতান্ত্রিক ধারা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছে কমিশন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।