স্তব্ধ সিটি, রিয়ালের নাটকীয় জয়যাত্রা

স্তব্ধ সিটি, রিয়ালের নাটকীয় জয়যাত্রা
ছবির ক্যাপশান, ছবি সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ম্যানচেস্টার সিটি ৮৫ মিনিট পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদের কাছে হার মানল। মাত্র ছয় মিনিটের মধ্যে দুটি গোল করে রোমাঞ্চকর জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ ম্যাচের প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

সিটির হয়ে দুটি গোল করেছেন আর্লিং হালান্ড, আর রিয়ালের হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, ব্রাহিম দিয়াজ ও জুড বেলিংহাম। ম্যাচের শুরুতে সিটি দাপট দেখালেও পুরো খেলায় আক্রমণে এগিয়ে ছিল রিয়াল। সিটি মোট ১১টি শট নিলেও মাত্র ৪টি লক্ষ্যে রাখতে পেরেছে। অন্যদিকে, রিয়াল ২০টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখে।

ম্যাচের হাইলাইটস:

  • ১৯ মিনিট: হালান্ডের প্রথম গোলে এগিয়ে যায় সিটি। জ্যাক গ্রিলিশের সুন্দর পাসে বক্সে বল পেয়ে গোল করেন হালান্ড।

  • ৩০ মিনিট: গ্রিলিশের চোটে বড় ধাক্কা খায় সিটি। তার জায়গায় নামেন ফিল ফোডেন।

  • ৬০ মিনিট: এমবাপ্পের গোলে সমতায় ফেরে রিয়াল। দানি সেবায়োসের ক্রসে বল ঠিকই জালে যায়।

  • ৮০ মিনিট: পেনাল্টি থেকে হালান্ডের দ্বিতীয় গোলে আবার এগিয়ে যায় সিটি।

  • ৮৬ মিনিট: ব্রাহিম দিয়াজের গোলে সমতায় ফেরে রিয়াল। ভিনিসিয়ুসের শট ঠেকানোর পর রিবাউন্ড থেকে গোল করেন দিয়াজ।

  • ৯০+২ মিনিট: জুড বেলিংহামের গোলে রিয়াল মাদ্রিদ নাটকীয় জয় পায়। ভিনিসিয়ুসের পাসে ফাঁকা জালে বল পাঠান বেলিংহাম।


১৯ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে ফিরতি লেগের ম্যাচ খেলবে দুটি দল। প্রথম লেগে রিয়ালের জয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উত্তাপ বাড়ল।


সম্পর্কিত নিউজ