মালয়েশিয়ায় তিনতলা থেকে পড়ে প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় তিনতলা ভবন থেকে পড়ে প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের বাসিন্দা আবু মশিউর রহমান কাকন (৫০)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে এ দুর্ঘটনা ঘটে। তিনি দক্ষিণ ভূঁইয়াগ্রামের রশিদ মাঝি বাড়ির আবুল বশরের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, জীবিকার তাগিদে প্রায় এক বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান কাকন। সেখানে তিনি বিভিন্ন কাজে যুক্ত ছিলেন। শুক্রবার কাজ করার সময় অসাবধানতাবশত তিনতলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার খবর পেয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ইছাখালী এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান পিন্টু বলেন, “অনেক পরিশ্রমী ছেলে ছিল কাকন। বিদেশে গিয়েও পরিবারের জন্য কঠোর পরিশ্রম করত। হঠাৎ এভাবে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।”
এ বিষয়ে ইছাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফ উদ্দিন রাকিব বলেন, “খবরটি শোনার পর আমরা গভীরভাবে শোকাহত। জীবিকার তাগিদে বিদেশে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারাল কাকন। তার মরদেহ দেশে আনার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।”
কাকনের মৃত্যুর সংবাদে নিজ এলাকা মিরসরাইতেও শোকের আবহ নেমে এসেছে। পরিবার, স্বজন ও স্থানীয়রা তাকে স্মরণ করছেন একজন শান্ত, পরিশ্রমী ও পরিবারপ্রেমী মানুষ হিসেবে। প্রবাসে কঠিন পরিশ্রম করেও তিনি সবসময় পরিবারের পাশে থাকার চেষ্টা করতেন।
বিদেশে কর্মরত বাংলাদেশিদের মধ্যে প্রায়ই এ ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়। সংশ্লিষ্টরা মনে করেন, কর্মস্থলে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হলে এসব দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব। কাকনের আকস্মিক মৃত্যু প্রবাসী জীবনযাত্রার ঝুঁকি ও অনিশ্চয়তাকে আবারও সামনে নিয়ে এসেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।