রাজধানীতে ডিবির অভিযানে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আটক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে ঝটিকা মিছিলের অপচেষ্টা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ডিবি সূত্রে জানা যায়, অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে রাজধানীতে গোপন সমাবেশ ও আকস্মিক মিছিলের মাধ্যমে অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চালিয়ে আসছিল।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য রোমান আহমেদ (৩২), দলের সাবেক তথ্য ও গবেষণা উপ-কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য সঞ্জীব ইসলাম আফেন্দী (৩৫), বাজিতপুর উপজেলা ছাত্রলীগ সদস্য নাবেদ আহমদ নব (২৫), ইটনা উপজেলা ছাত্রলীগ নেতা মো. মিজানুর রহমান (৪০), আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জাকির হোসেন (৫৫), তেজগাঁও থানা যুবলীগের ২৬ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন (৪০) এবং বংশাল থানা আওয়ামী লীগের ৩৩ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মো. সানাকাত (৩৮)।
ডিবির তেজগাঁও বিভাগ শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রথম চারজনকে গ্রেফতার করে। এরপর একইদিন সন্ধ্যা ৬টার দিকে হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে ডিবি-রমনা বিভাগের একটি টিম জাকির হোসেনকে আটক করে। রাত পৌনে ১০টার দিকে ডেমরার বাঁশেরপুল এলাকায় অভিযান চালিয়ে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম মো. জসিম উদ্দিনকে গ্রেফতার করে। সর্বশেষ রাত আনুমানিক পৌনে ১টার দিকে বংশাল এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি-লালবাগ বিভাগ মো. সানাকাতকে গ্রেফতার করে।
ডিবি জানায়, গ্রেফতার সবার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে আসছিল। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।