ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস জয়

ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস জয়
ছবির ক্যাপশান, ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস জয়
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে-ও ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট ভূমিধস জয় পেয়েছে। দুটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনী ফলাফল শিক্ষাঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন পর ধারাবাহিকভাবে ডাকসু ও জাকসু উভয় নির্বাচনে শিবিরপন্থী প্রার্থীদের বিপুল সাফল্য দেশের ছাত্ররাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।

ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য অধিকাংশ পদে জয় পেয়েছিল ছাত্রশিবির সমর্থিত প্যানেল। একই ধারা বজায় রেখে জাকসুতেও এবার ভিপি ছাড়া প্রায় সব পদেই বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। জাকসু নির্বাচনের ফল শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঘোষণা করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সহ-সভাপতি পদে স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন শিবির সমর্থিত মো. মাজহারুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ফেরদৌস আল হাসান (পুরুষ) এবং আয়েশা সিদ্দীকা মেঘলা (নারী)। শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা, পরিবেশ সম্পাদক মো. শাফায়েত মীর, সাহিত্য সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. রায়হান উদ্দীন, নাট্য সম্পাদক মো. রুহুল ইসলাম, তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. রাশেদুল ইসলাম লিখন, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক হুসনী মোবারক এবং পরিবহন সম্পাদক মো. তানভীর রহমান-সবারই রাজনৈতিক পরিচয় একই ধারার সঙ্গে যুক্ত।

কার্যকরী সদস্যের ছয়টি পদের মধ্যে পাঁচটিতেই বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। পুরুষ-১ পদে মো. তরিকুল ইসলাম, পুরুষ-২ পদে মো. আবু তালহা, নারী-১ পদে নাবিলা বিনতে হারুণ, নারী-২ পদে ফাবলিহা জাহান এবং নারী-৩ পদে নুসরাত জাহান ইমা শিবির প্যানেল থেকে জয়ী হয়েছেন। কেবল পুরুষ-৩ পদে বাগছাস সমর্থিত প্রার্থী মোহাম্মদ আলী চিশতী জয় লাভ করেন।

তবে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে স্বতন্ত্র প্রার্থীদেরও জয় হয়েছে। ক্রীড়া সম্পাদক হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান কিরন, সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মহিবুল্লাহ শেখ জিসান। সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে জয়ী হয়েছেন বাগছাসের আহসাব লাবিব।

জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৭ জন। এর মধ্যে প্রায় আট হাজার শিক্ষার্থী ভোট দিয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা চলে শনিবার দুপুর আড়াইটার পর্যন্ত। মোট ২১টি হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রার্থীর সংখ্যা ছিল ১৭৮ জন। এর মধ্যে সহ-সভাপতি পদে ৯ জন, সাধারণ সম্পাদক পদে ৯ জন, যুগ্ম সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নারী প্রার্থীর সংখ্যা ছিল প্রায় ২৫ শতাংশ, তবে ভিপি পদে কোনো নারী প্রার্থী ছিলেন না।

অন্যদিকে, ডাকসু নির্বাচনও অনুষ্ঠিত হয়েছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে। সেখানেও প্রায় একই চিত্র দেখা যায়-অধিকাংশ পদে শিবির সমর্থিত প্রার্থীরা বিজয়ী হন। ফলে ধারাবাহিকভাবে দেশের দুই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে একই রাজনৈতিক ধারার বিপুল সাফল্যকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

এবারের জাকসু নির্বাচনে আটটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও ছাত্রদলসহ পাঁচটি প্যানেল নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করে। এর ফলে প্রতিদ্বন্দ্বিতা মূলত সীমিত হয়ে পড়ে শিবিরপন্থী, স্বতন্ত্র ও বাম সমর্থিত প্রার্থীদের মধ্যে।

শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ডাকসু ও জাকসুতে ধারাবাহিকভাবে শিবির সমর্থিত প্রার্থীদের জয় শিক্ষাঙ্গনে এক নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা এই সংগঠন ক্যাম্পাসভিত্তিক নির্বাচনে পুনরায় শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে বলে অনেকে মনে করছেন। একইসঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের কয়েকটি পদে জয়লাভ শিক্ষার্থীদের ভিন্নমুখী আকাঙ্ক্ষারও প্রতিফলন ঘটায়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ